আত্মার আকুতি
লিপিকা ঘোষ ভদ্র
একবার মুগ্ধ হতে
চাই তোমার চোখে
সৌন্দর্য লুকিয়ে
আছে অন্তর আড়ালে ।
ভরিয়ে দিতে চাই ভালবাসার
নিবিড় বন্ধনে ।
নতজানু হয়ে বসে পদসেবা
করে যাই ।
কূলহীন যমুনায় শূন্য
হাতে শূন্য ভেলায় ,
বাস্তবের পটভূমি
ছেড়ে ক্রমে একা হতে চলেছি ।
স্বপ্ননীল ইচ্ছেগুলো
সব হারিয়ে যাচ্ছে ,
হারিয়ে যাচ্ছে জুঁই
মালতীর সুরভিত দিন ।
তোমার মুগ্ধতা আমার
বিষন্নতাকে মুছে দিতে পারত,
তবু তুমি জানতে চাওনি
কখনো কিভাবে ভেঙেছে বুক,
অশ্রুভেজা নিদ্রাহীন
রাতে ।
নীড় গড়ার প্রতিশ্রুতি
দিয়ে ভেঙেছ ।
বিষন্ন শরীর বেয়ে
রঙিন স্বপ্ন কেঁদে ওঠে,
রক্তে জমা ভালবাসা
আজ কঠিন শীলা,
রূপান্তরে বিবর্তনে
সৃষ্টি হয় মৌন পাহাড় ।
উজানের ঢেউয়ে যেতে
যেতে তোমার চোখে মুগ্ধ হতে চাই আজও ।
Tags:
শরৎ সংখ্যা - কবিতা