বিপদে চেনা যায়
মোঃ
তাইজুল ইসলাম (তাজ)
মাত্রাবৃত্ত~৫+৫+৫+২
বিপদ দেখে পালায়
যতো কাপুরুষের দল,
তাদের দেখে সমাজ
সবে হারায় মনো বল।
পুরুষ হয়ে পিছুপা
ফিরে তাকাও কেনো তবে,
সবার তরে আসলে পরে
ভালো লাগবে সবে।
ভিতরে কালো বাইরে
ভালো তাদের চিনে যাও,
এমন লোক দূরে যাওয়া
তবুও চিনে নাও।
একলা ফেলে যে জন
যায় বন্ধু সে তো নয়,
বিপদে পড়ে যে জন
থাকে বন্ধু তারে কয়।
সবাই মোরা সবার তরে
এটাই করি পণ,
এগিয়ে যায় সমাজ
তরে হবো আপন জন।
Tags:
শরৎ সংখ্যা - কবিতা