একটি সুখের ঘরে বারোটি অসুখ
দেবব্রত রায়
যন্ত্রণার শরীরী অনুভুতিগুলি প্রায় সকললেরই
এক
এবং,অভিব্যক্তিগুলিও--------
নিদানে কেউ নেয় ডিক্লোফেনেক,ইবুপ্রোফেন
অথবা,সনাতনী প্যারাসিটামল।
1tab TDPC SOS জেনেও, বিনিদ্র- নিশীথে
মুড়ি-মুড়কির মতো এ-হেন অপথ্য মুঠো মুঠো খাই
তবুও,কামদুনি, হাথ্রস-ব্যথাগুলি ক্রমশই বাড়ে!
এ ব্যাথার দাওয়ায় কারো জানা আছে
অবনিমোহন!
অভাবি সংসারের মতো মুঠোর জীবনে ট্র্যাঙ্কুলাইজার মানে স্বর্গ অথচ, তিনভাগ
জুড়ে ক্রমশই ঘনিভূত হয় ধর্ষণের ডিপ্রেশান!
একমাত্র নারী ও প্রকৃতি ছাড়া কারোর হিম্মত
নেই সমস্ত অন্ধকার দূর করে আবারও একটি
ঝকমকে নীল আকাশ জন্ম দেওয়ার !
একমাত্র নির্লজ্জ কাপুরুষেরাই লিঙগকে
সর্ব শক্তিমান ভাবে !
Tags:
শরৎ সংখ্যা - কবিতা