বেদনা বিধুর ধরণী

 বেদনা বিধুর ধরণী 

   সফিউল ইসলাম


 

এই ধূসর ধূলিমাখা বেদনা বিধুর ধরণীতলে ,

কত রূপ রঙ শোভায় বিজড়িত মায়াজালে !

ফলেফুলে ভরা গহনকাননে গুজ্ঞরিত অলি ,

মৃদু বায়ু বেগে কুসুম কুঁড়ি বিকশিত চঞ্চলি ।

জীবনের রঙিন বাসনা দেখি নিশার স্বপনে  ,

কল্পনা নিরর্থক কেবলই অপারগ রূপায়ণে ।

এই ধরণীর সিক্ত রসে জুড়ায় জীবনজ্বালা  ,

সবুজ শ্যামল সোনালী ফসল ভরায় কমলা ।

বিরাজিত চিরশান্তি হেথায় মাতৃকোল স্বরূপ ,

ছায়াচ্ছন্ন জীবনযাপন তব মহামিলনের স্তূপ ।

বরণডালি সাজানো সারে আশা আকাঙ্খার  !

শোকতাপ দুঃখকষ্ট হাসিকান্না মিশ্রণে বিকার ।

ইচ্ছা অনিচ্ছার কামনা হৃদয়ে ভরে উঠে বুক  ,

সাধ্যে অকুলান কাছে পেতে মন বড় উৎসুখ  !

কেহ সুখের প্রাসাদ গড়ে ধরণীর ধূলির উপর ,

কে ব্যথার বরণডালা সাজিয়ে ভাসায় নদীচর ।

নিরাশায় কত ভাবি কল্পলোকে আশা আঁকি  ,

উদাসীন চেতনা উন্মত্তবেশে ছিঁড়ে দেয় রাখী ।

অপলকে কে আসে কে যায় তার হিসাব নাই  ,

ধরার মায়মমতা ত্যাগে একবস্ত্রে নির্জনে ঠাঁই ।

বিষয় বৈভব অর্থ স্বার্থ সবকিছু নিমেষে নশ্বর  ,

কর্মফলের পরিণতি পাপপুণ্যের পাল্লার বহর ।।

1 Comments

  1. চমৎকার উপস্থাপনা, পাঠনে মুগ্ধ হলাম, শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয়কবি ।

    ReplyDelete
Previous Post Next Post