নারীর কথা
মোঃ রিপন শেখ
তব স্নিগ্ধ জলে প্রবহমান
নদের গভীরতা ,
পাইবে কি তল নারী-মনের স্থিরতা ?
ব্যাকুল মনে চিত্রার
পাড়ে যে কুলবালা-
স্বস্তির নিশ্বাস
ফেলে ভোলে গৃহদাহের জ্বালা।
সমাজ পঞ্চায়েত অন্দরে আপনজন,
লইবে কি জোড়া ভাঙ্গিয়াছে যে মন ?
নদী ও নারী বাস্তব
জীবনের আহজারি,
হাজারো জীবনের না
বলা কথা ,
হাজারো নূরুন্নাহারের
লাঞ্ছনা-ব্যাথা,
লেখনীর কলম করেছে ভারি।
পাড়ায় পাড়ায় ঘুরে
সব করব উন্মোচন ,
সময়ের প্রয়োজনে পান্ডুলিপি
করে আয়োজন।
Tags:
শরৎ সংখ্যা - কবিতা
কৃতজ্ঞতা স্বীকার করে, ভিন আকাশের তারা ওয়েব পেজ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা চেয়ারম্যান সহ পরিচালনা প্যানেল বোর্ডের সকল সদস্যদের প্রতি পর্যায়ক্রমে বিনম্র শ্রদ্ধা ও সালাম নিবেদন করছি ।
ReplyDelete