ছোট্ট সবুজ গাঁয়

 ছোট্ট সবুজ গাঁয়

নিলুফার জাহান



ইট পাথরের শহর ছেড়ে

মনটা ছুটে হায়

সবুজ ঘেরা শস্য শ্যামল

আমার ছোট্ট গাঁয়।

 

যেথায় আছে মায়ের আদর

বাবার দোয়ার হাত

মধুর শৈশব কিশোর বেলা

জোছনা মাখা রাত।

 

ভাই ও বোনের স্নেহ মায়া

কত আপন জন

পাখির গানে নদীর টানে

কাটতো সারাক্ষণ।

 

সবুজ ধানে সোনা রোদে

করে ঝিকিমিক

আঁকা বাঁকা মেঠো পথে

ছুটে চলার দিক।

 

ময়না, টিয়া,দোয়েল,শ্যামার

মিষ্টি সুরের গান

জুঁই, চামেলি ,হাসনা বেলী

ছড়ায় শুধু ঘ্রাণ।

Post a Comment

Previous Post Next Post