শহরট্যা দেখা এ্যলাম
( আঞ্চলিক ভাষা
, মুর্শিদাবাদ )
দেবব্রত সরকার
শহরট্যা দেখা এ্যলাম
বুঝল্যান,
সেখ্যানে উঁচু উঁচু
বাড়ি গুল্যান --
ঝকঝকে রং করা ছিল
।
মোটা মোটা থাম্বার
বাতি গুল্যানও জ্বলছিল,
আর , পিঁপড়ার মতো
--- গাড়িগুল্যান চলছিল
রাস্তার ধারে এক
দাড়িওলার পূজা হচ্ছিলো ।
আমি বাবুদের জিঞ্জাসা
করলাম, হাগা বাবু
ঐ দাড়িওলা দেবতাটা
কে আছে ?
উুরা বুললো , রবীন্দ্রনাথ
ঠাকুর ।
আমি বুললাম হাগা
বাবু দেবতাটা কি করাছে ?
রাক্ষুস টাক্ষুস
মেরাছে না সুমুদ্রে বাঁধ বেঁধেছিল,
উুরা বুললো উু কবিতা
ল্যাখে ।
তা আপনারাই বুলেন
দিকি ধিনি,
উু যদি ল্যেখতে
ল্যেখতে ঠাকুর হয়ে যায় --
তাহলে আমাদের পঞ্চায়েত
বাবু হবে না ক্যান ?
সেও তো ল্যখে ,
লিখতে লিখতে --
আমাদের বাড়ি গাড়ি
সব কেড়ে লিছে !
দাদন দিয়া মা বিটিরে
কেড়ে লিয়াছে
তালে উু কেনে পূজা
পাবে না ?
পূজা আমরাও পাবো
না খো
আমরা যে চাষা, মাঠে
চাষ করি -
তাই পূজা ওদের হবে,
বুঝলেন !
শহরটা দেখে এলাম
---
আর দেখলাম কিছু জঞ্জাল
বুঝলেন শহরটা দেখে এলাম ।