শুধুই নারী ....

 শুধুই নারী ....

মনিরা ইসলাম


আমি কারো কন্যা, কারো বোন কারো বন্ধু, কারো স্ত্রী, কারো মা হতে পারতাম ।

কিন্তু না আমার একটাই পরিচয় আমি কামনা জাগানো নারী শরীর ।

আমার শরীরে যেমন খুশি তেমন উল্কি এঁকে দেয়া যায়,  

যখন খুশি যেভাবে খুশি শরীরের উপর আদিম নৃত্য করা যায় ।

আমি যেন অন্ধকার রাত্রির অংশ আমার নিস্তার নেই দিনের আলোতে

পাড়ার গলিতে,রাস্তার মোরে,পার্কের বেঞ্চিতে, রাজপথে কিংবা লোকালয়ে ।

আমার শাড়ির আঁচলের ভাঁজে ভাঁজে যেন মহুয়ার গন্ধ ।

আবাল, বৃদ্ধ বনিতা সবাই নেশায় অন্ধ ।

আমি যেন সৌরভ ছড়ানো রজনী গন্ধা

কলংক নেমে আসে তাই নামিলে সন্ধ্যা ।

সেদিনও ছিল আমার দুচোখে স্বপ্ন –--

স্বপ্নের বাসর, স্বপ্নের সংসার হবে আমারও

হটাৎ আমার মানচিত্র বদলে গেল আমার পরিচয় হলো অবাঞ্চিত ।

আইন আমাকে ডেকে বলে কি প্রয়োজন ছিল নারী স্বাধীনতার !

নারী হয়ে জন্মেছ থাক না চার দেয়ালে বন্দী

পুরুষের সাথে চল না করে সন্ধি !

আমার চিৎকার করে বলতে ইচ্ছে করে আমিও স্বাধীন,

এই পতাকায় আমার ও আছে সমান অধিকার ।

তবে আমি কেন ধর্ষিত হই বারবার ?

আমাকেই কেন ধর্ষিতার সার্টিফিকেট দিতে হয় এজলাসে

আমাকেই কেন প্রশ্নবানে জর্জরিত হতে হয় ?

রাতের নির্জনে একবার কামুকের স্বীকার হই

আবার ধর্ষিত হই ভরা এজলাসে।

বিচার আমাকে বুড়ো আঙুল দেখিয়ে বলে, তুমি শুধুই নারী ।

তোমার কিসের স্বাধীনতা কিসের বাহাদুরি, মনোরঞ্জন তুমি পুরুষের ।

তাই তোমার আত্ম চিৎকারে হয়না বাতাস ভারি ।

আক্ষেপ আমি মানুষ নই আমি নারী শুধুই নারী!

Post a Comment

Previous Post Next Post