মানবতা

 মানবতা

জামান আহম্মেদ ইমন

 


কোথায় বলো মানবতা আজ

কোথায় বলো মানুষ,

কোথায় গেলে আসবে ফিরে

 নরপশুদের হূঁশ ।

 

এই সমাজে যায়না দেখা

মানবতার আভা,

রাস্তাঘাটে মরছে খেয়ে

ইয়াবা আর বাবা ।

 

মানবতার চক্ষুগুলো হচ্ছে

প্রতিদিন-ই অন্ধ,

খারাপ মানুষের দ্বার খুলে

ভালোর সাথে দন্ধ ।

 

মানবতা নির্বিকার ধ্বংস হায়

লাজ লজ্জা নাই,

মানবতা টলে পড়ছে অন্তরায় 

সজ্জা ফিরে চাই ।

 

মানবতা ঝুলছে দেখো চেয়ে

মরা গাছের ডালে,

মানবতা ডুবে গিয়াছে হায়রে

গ্রামের ডুবা খালে ।

 

Post a Comment

Previous Post Next Post