চিত্ররূপ

 চিত্ররূপ   

জয়ন্ত চট্টোপাধ্যায়

 


পায়ে লেজঘষা বিড়ালের মায়াবিমুদ্রায় বিভোর
বরদানের ঘণ্টা বাজে। স্তরীভূত জীবাশ্মের
ভাঁজে ভাঁজে একএকটি পরিচয়পত্র সাঁটা ।
অনির্দিষ্ট গতির মাইলস্টোনগুলি ঠিকানাছোঁয়া
খেলার ম্যারাথনবয় যে শুধু ফিতের রং চেনে ।
হাততালির প্রণোদনায় পিটুইটারির তিরে নিঃশেষ
আপৎকালীন রসায়ন । সিস্টেম সাজিয়ে রাখার
হাড় মাংস তরল তবুও সচল। মুহূর্তের খন্ড লয়ে
ভেঙে গেলে আজব জোগান
  ছন্দ পড়ে যায় ।
ঘণ্টা বাজে প্রলয় মুদ্রায় নড়েচড়ে গাছ ও মানুষ
বনের জীবন ।ঝরে ফুল পাতা বা কুঁড়ি ।
অকালসূর্য ডোবার কালো চাদরে ঢাকে
আলোর স্বপ্ন যত চিরঘুম গিলে নেয় রং আর সুখ ।

 

বিরতির ঘন্টা বাজে এবার অপেক্ষা গোনা শুরু
হয়তো আসতে পারে প্রত্যাশার আলো জাগা ভোর ।

Post a Comment

Previous Post Next Post