উচ্চাকাঙ্ক্ষা

 

                    প্রবন্ধ    

                  উচ্চাকাঙ্ক্ষা



               রাজা দেবরায় (আগরতলা, ত্রিপুরা)

 

     রামায়ণে মহারাণী কৈকেয়ী'র এবং মহাভারতে মহারাজা ধৃতরাষ্ট্র'র উচ্চাকাঙ্ক্ষার পরিণতি আমরা দেখতে পেয়েছি । সর্বনাশ হতে খুব বেশি দেরি হয়নি ।

     আসলে উচ্চাকাঙ্ক্ষার ফলে অধিকাংশ ক্ষেত্রেই বিচারবুদ্ধি লোপ পায় । যাকে নিয়ে উচ্চাকাঙ্ক্ষা তাকে বোঝার ক্ষমতা নষ্ট হয়ে যায় এক অদ্ভুত আনন্দের নেশায় । যেনতেন প্রকারেণ উচ্চাকাঙ্ক্ষা পূরণ করা চাই । সন্তানের মনের অবস্থা যাচাই করার মানসিকতা এবং ফুরসৎ থাকে না ।

     উচ্চাকাঙ্ক্ষা সবসময়ই আপাতদৃষ্টিতে সন্তানের 'ভালো'র জন্যই করা হয় । কিন্তু এই 'ভালো' ভবিষ্যতে খারাপেরও খারাপ হতে পারে সেটা ভুলে যায় অধিকাংশ ক্ষেত্রেই । সন্তানের চাপ নেওয়ার ক্ষমতা, মানসিক ও শারীরিক কষ্ট কোনো কিছুই স্থান পায়না উচ্চাকাঙ্ক্ষার নাগপাশে জড়িয়ে ।

     তাই পরবর্তী সময়ে সন্তানের সান্নিধ্য যখন পাওয়া যায় না তখন হায় হায় করা ছাড়া আর কোনো উপায় থাকেনা ।

     উচ্চাকাঙ্ক্ষা একদম খারাপ সেটা বলা হচ্ছেনা । কিন্তু যাচাই করতে হবে, বুঝতে হবে । অনেক ক্ষেত্রে সন্তানের সাথে কথাবার্তা, আলোচনা করেই উচ্চাকাঙ্ক্ষা পোষণ করা উচিত বলে মনে হয় ।

                                       =========== 

Post a Comment

Previous Post Next Post