দয়ার সাগর
শিবব্রত গুহদয়ার সাগর তুমি,
তোমার দয়ার নেই কোন সীমা - পরিসীমা।
সকলের বিপদে করতে তুমি সাহায্য,
তোমার মতো বড় মন আছে কজনার?
বাংলা তথা দেশের নারীসমাজ ছিল
ডুবে অজ্ঞানতার অন্ধকারে।
তাদের জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ,
সমাজে নারীরা পেত না তাদের প্রাপ্য সন্মান।
এইসময় দেবদূতের মতো আবির্ভাব হল তোমার,
তুমি একা হাতে ভেঙে দিলে সমাজের বদ্ধমূল
সংস্কার সব।
তোমার একক প্রচেষ্টায় সমাজে হল চালু,
বিধবা -বিবাহ ও নারী শিক্ষার প্রচলন।
রক্ষণশীল সমাজে উঠলো গেল গেল রব,
অনেকে তোমার করলো সমালোচনা।
হাজারো সমালোচনায় তুমি রইলে অবিচল,
তুমি যে কর্মবীর,
তোমাকে আটকানোর সাধ্য কারো নেই।
তুমি গোটা দেশের নারীসমাজকে নিয়ে এলে
অন্ধকার থেকে আলোয়।
তারা জীবনে পেল মুক্তির স্বাদ,
ধন্য তুমি,
ধন্য সেই মায়ের গর্ভ,
যে গর্ভে জন্ম হয়েছে তোমার মতো মহান দয়ার
সাগরের,
দয়ার সাগরের,
দয়ার সাগরের।