স্বাধীনতা তুমি
- আজিজুল হাকিম
১ম স্তবক
স্বাধীনতা তুমি,
নন্দিত সবুজের বুকে রক্তের জোয়ার।
স্বাধীনতা তুমি,
পরাধীনতার বুকে শিকল ভাঙ্গা হুঙ্কার।
স্বাধীনতা তুমি,
বিপ্লবের গোপন বৈঠকে ফিসফিস আলাপ।
স্বাধীনতা তুমি,
নীল জানকী ক্ষেত্রমণির সর্বহারা বিলাপ।
স্বাধীনতা তুমি,
কাজী নজরুলের উত্তাল ঝড় অগ্নিবীণা।
স্বাধীনতা তুমি,
গালে হাত সুকান্তের কত শত ভাবনা।
স্বাধীনতা তুমি,
রাসবিহারী, নেতাজির আজাদ হিন্দ ফৌজ।
স্বাধীনতা তুমি,
হাজারো বিদ্রহীদের রক্তে জেগে ওঠো রোজ।
স্বাধীনতা তুমি,
শহীদ দ্বীপের মুক্ত বাতাসে উড়ন্ত পতাকা।
স্বাধীনতা তুমি,
"দিল্লী চলো, দিল্লী চলো" সুভাষ
কথিকা।
স্বাধীনতা তুমি,
ক্ষুদিরাম আর সূর্যসেনের বেআইনি ফাঁসি।
স্বাধীনতা তুমি,
আফ্রিদিতা নামে কিশোরীর আদালতে হাসি।
স্বাধীনতা তুমি,
মাতঙ্গিনী হাজেরার হাতে উড়ন্ত পতাকা।
স্বাধীনতা তুমি,
দূর্গম পথে অস্ত্র হাত আকবর শুধু একা।
স্বাধীনতা তুমি,
মহাত্মা গান্ধীর লাঠি হাতে ডান্ডি অভিযান।
স্বাধীনতা তুমি,
কবি রবি ঠাকুরের দেশাত্মবোধক গান।
২য় স্তবক
স্বাধীনতা তুমি,
হাজারো পার্টিতে ঘেরা বিচিত্রময় এ দেশ।
স্বাধীনতা তুমি,
আজিজুল হকের অচল-পঙ্গু বেশ।
স্বাধীনতা তুমি,
ভারতীর কুকুর আর শুয়োরের সাথে সহবাস।
স্বাধীনতা তুমি,
সব অফিসে ঘুষঘুষ আর ঘুষের চাষ।
স্বাধীনতা তুমি,
রহিম ও রামের অসহ্য বেকারত্বের জ্বালা।
স্বাধীনতা তুমি,
মাথাতে দেনার বোঝা তবু হাতে কোকাকোলা।
স্বাধীনতা তুমি,
ধর্ম - নিরপেক্ষতার মাঝে ভন্ড ধর্মের গর্জন।
স্বাধীনতা তুমি,
সারা গুজরাট জুড়ে আমিনাদের ধর্ষণ।
স্বাধীনতা তুমি,
হাজারো মন্ত্রীর শতশত কেলেঙ্কারী।
স্বাধীনতা তুমি,
পশু, পাখি আর শিশুদের খাদ্য চুরি।
স্বাধীনতা তুমি,
সংবাদের পাতা জুড়ে চাষিদের মহামারী।
স্বাধীনতা তুমি,
ভোটের শাড়ি ভিক্ষায় মৃত্যু কত শিশু ও নারী।
৩য় স্তবক
স্বাধীনতা তুমি,
ভারতবর্ষের বুকে ওঃ সীমান্ত রেখা!
স্বাধীনতা তুমি,
আমার আর সুজাতার কেবল চেয়ে চেয়ে থাকা।