তিতলি
- আজিজুল হাকিম
##########################
তিতলি, তোমাতেই তলেতলে মজছি ;
তাই
তো তোমাতেই তন্ময় থাকছি ।
তরতরে
তরণি তালেতালে নাচছে,
তারকিনী
তটিনী তরঙ্গিত হাসছে ।
তরী’পরে
তুমি তো তুরানি বালিকা -
তুখোড়
তরুলতা, তিলোত্তমা বলাকা,
তকতকে
তনুখানি তির্যক চাহনি
তুমি
তো তরুবাগ, ত্রপিতা হাসিনী ।
তস্কর
তব তনু তমোমণি, হরিণী
তরুণিমা
তড়িতে তর্পিণী রমণী ।
তোমাতে
তাকিয়ে তাজ্জব লাগছে -
তরুণী
তপোবন তাড়াতাড়ি হাঁকছে ।
তৃষাতুর
তনু-মন তোমাকেই চায়ছে ।
তব
তাঁবের তিয়াসে তমালবীথি নাচছে ।
শব্দার্থঃ– তিতলি –
প্রজাপতি; এখানে কুমারী বালিকা । তন্ময় – বিভোর । তরতরে – প্রচণ্ড গতিময়; বেগবান ।
তারকিনী – নক্ষত্রশোভিত । তটিনী – নদী । তুরানি – তুরস্কের । তিলোত্তমা – পরমা
সুন্দরী । বলাকা – (স্ত্রী) বক বিশেষ । তকতকে – চিকণ ; ঝকঝকে; উজ্জ্বল । তনু –
দেহ; শরীর । তরুবাগ – কচিপাতা । ত্রপিতা – (স্ত্রী) লজ্জিত, লাজুক । হাসিনী –
সুন্দরী । তস্কর – অপহরণকারী ; চোর । তমোমণি – জোনাকি । তরুণিমা – তারুণ্য । তড়িতে
– বিদ্যুতে , বিজলীতে । তর্পিণী – (স্ত্রী) তৃপ্তিকারক । তাবের – আয়ত্তের । তিয়াসে
– পিপাসায়