BARUDER STUPE GOLAP / বারুদের স্তূপে গোলাপ

বারুদের স্তূপে গোলাপ 

----- আজিজুল হাকিম

""""""""""""'""""'''''''""'""""""""""""""""”""
আমি তপ্ত সাহারা মরুর বুকে দাঁড়িয়ে 
নিঃসঙ্গ -- একাকি ।
 
চোখে একফোঁটা অশ্রুবিন্দু ।
 
এই একফোঁটা অশ্রুবিন্দু দিয়ে
 
সাহারার বুকে আনব প্লাবন,
 
সুনামির বিধ্বংসী ঢেউ আসবে আমার পায়ের আঁচড়ে ।
 
ঘুমন্ত প্রশান্তকে কেবল একটি আঙুলের ডগায় তুলে
 
এখানে নাচাব –– বানাব অশান্ত সাগর ।

এষাবেলা, 
তুমি আমার কথায় মুচকি হাসছ ?

যদি শিশু ইসমাইলের পায়ের আঁচড়ে 
জমজমের কূপে জলের ফিনকি ছুটে,
বয়ে চলে স্রোতধারা আপন খেয়ালে
 
পাখিদের ঝাঁক তাদের যাত্রা ফেলে থমকে দাঁড়ায়
 অবাক বিস্ময়ে 
কাকলির কলতানে মুখরিত হয় আকাশ বাতাস
পথিকের দল নেচে উঠে অব্যক্ত উল্লাসে ।

যদি ফরহাদ একটি মাত্র কুঠার দিয়ে 
পাহাড় কেটে প্রিয়তমা শিরির মূর্তি তৈরি করে --
 
তাহলে ?


আমিও আমার একফোঁটা অশ্রু দিয়ে 
বদলে দিব নীলনদের ধারা
 
যত যুদ্ধবাজ আর জল্লাদের দল
ভুলে যাবে তাদের যুদ্ধ যুদ্ধ খেলা
 
বারুদের স্তূপে ফুটে উঠবে হাজারো গোলাপ ।

রচনাঃ 25/11/2017


Post a Comment

Previous Post Next Post