আমার দেশ
- আজিজুল হাকিম
**********************
এই দেশ, এই
দেশ,
এই দেশ,
আমার দেশ ।।
পাহাড়ে,
পাহাড়ে বেড়া দেশ,
সাগরে সাগরে
ঘেরা দেশ,
সবুজে,
সবুজে মোড়া দেশ,
ঘাসের
গালিচায় ঢাকা দেশ ।।
চাঁদের
হাসিতে হাসে দেশ,
তারাদের
সাথে জাগে দেশ,
কাকলির সুরে
মজে দেশ,
বাতাসের
পালে ভাসে দেশ ।।
ফাগুনের
আগুন মাখা দেশ,
বর্ষার জলে
স্নাত দেশ,
নদীর ছন্দে
ছুটে দেশ,
ঝর্ণার জলে
ধোয়া দেশ ।।
প্রজাপতির
ডানায় আঁকা দেশ
মেঘেদের
উর্ণা বুকে দেশ
শিশির
স্নানে হাসা দেশ
ফুলে ফুলে
ভরে থাকা দেশ ।
লাঙলের ফালে
নাচা দেশ,
শ্রমিকের
ঘামে ভেজা দশ,
চাষিদের
ফসলে ভরা দেশ,
মজুরের হাতে
গড়া দেশ ।।
স্বপ্নময়ী এই দেশ,
স্বর্ণময়ী
এই দেশ,
মমতাময়ী এই
দেশ,
দীপ্তিময়ী
এই দেশ ।।
০১/০২/২০১৯