হেলমেট পরো
আজিজুল হাকিম
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
পরো বাবা পরো, হেলমেট পরো
তারপরে তুমি বাইকে চড়ো ।।
যদি পরো তুমি হেলমেট
তবে কমবে মোদের হেডেক
বিপদ কারো আসে না তো বলে
জীবন যদি যায় হঠাৎ চলে
কে দিবে ছায়া আমাদের বলো ?
ছুটায়োনা বাইক লাগাম বিহীন
সাবধানে থেক তুমি সারাদিন
মায়ের চোখে আশ্রু এনো না
আমার ভবিষ্যৎ আঁধার করো না
মোদের জীবন করো না বালুচর ।।
তাড়াহুড়ো নয় পথে যেতে যেতে
সতর্ক থাকা ভাল সবসময় পথে
তোমার ফেরার পথে মা চেয়ে থাকে
আমারও চোখ দুটি থাকে পথের বাঁকে
আমরা তো নির্ভরশীল তোমার ওপর ।।
রচনাঃ ০৪/০৪/২০১৭ তারিখ
স্থানঃ কোলান পীরবুরহান বিদ্যাপীঠ