যারে আমি চাইতে এলাম
হয়নি তারে চাওয়া,
যারে আমি পাইতে এলাম
হয়নি তারে পাওয়া;
কেবলি আমার নদীর
বুকে মিছে তরী বাওয়া -
ভুল গান গাওয়া ।
ওরে আমার চিরসাথী
তবু তোমায় ভুলে
বিবাগী এমন যাচ্ছে
কোথায়, কোন অন্তঃপুরে ?
যার কোন মূল্য নাহি
তারেই রাখি তুলে
এই বুকের পরে ।
তোমায় আমি ভুলে গেলেও
যাওনি তুমি ভুলে,
সদাই তুমি খেয়াল
রেখেছ না দেখারই ছলে ।
বেলা শেষে পড়ছে মনে
তোমায় পলে পলে -
চক্ষু ভিজে জলে ।
রচনাঃ ০৩/০৮/২০২০