দেশপ্রেম
আজিজুল হাকিম
*********************
দেশপ্রেম কাকে বলে তা ভারতের
বিজেপি সরকার ও তার সাঙ্গপাঙ্গদের নিকট নতুনভাবে জানা যাবে । নোটবন্দি থেকে বিদেশ নীতি,
কালো টাকা আমদানি থেকে সাদা টাকা চুরি করে শিল্পপতিদের বিদেশ পালায়নে সাহায্য করা আর
বিধর্মীদের পিটিয়ে জয় শ্রীরাম বলানো এসবই দেশ প্রেমিকতার বৈশিষ্ট বলে মনে হয় ।
দেশপ্রেম একটি আন্তরিক
আবেগ যার পরশে একটি দেশের সকল শ্রেনির মানুষের সার্বিক মঙ্গল হবে । দেশের সামাজিক,
অর্থনৈতিক, শিক্ষার মানোন্নয়ন ঘটবে । বেকারত্বের বিলোপ ঘটবে । দেশের কৃষকশ্রেণীর উন্নয়ন
পরিলক্ষিত হবে । আমার মতে এটিই দেশপ্রেম । দেশপ্রেম কারো উপরে জোর করে চাপিয়ে দেওয়া
যায় না; সরকারের নিরপেক্ষ ভাবমূর্তি থেকে, সকল জনগণের প্রতি সরকারের ভালোবাসা থেকেই
একজন মানুষের দেশের প্রতি দরদ আপনা থেকে উথলে পড়বে । এন,আর,সি-র মতো আইন পাশ করে সংখ্যালঘু
সম্প্রদায়ের উপর অমানবিক আচরণ কখনোই একটি দেশের সরকারের দেশপ্রেম হতে পারে না । চিন,
নেপাল যখন আজ ভারতবর্ষ দখল করে নিচ্ছে তখনও সেসব দেশের নাম উচ্চারণ না করে হুঁশিয়ারি
দেওয়া একটি দেশের প্রধানমন্ত্রীর নিকট দেশপ্রেমিকতা দেখানো হাস্যকর ছাড়া আর কিছুই হতে
পারে না । ভারতের কাছে পাকিস্থান যেমন হানাদার তেমনি চিন, নেপালও হানাদার - একথা ভুললে
চলবে না । এদিকে আমেরিকার কথায় নাচলেও চলবে না । কারণ ওরা বেনের জাত । অস্ত্র বিক্রি
ছাড়া ওরা কিছুই বোঝে না । আমেরিকা জানে চিনের কাছে কোন অস্ত্র বিক্রি করা যাবে না,
তাই ভারতের পক্ষ অবলম্বন করা স্বাভাবিক । কিন্তু চিনের সঙ্গে সরাসরি যুদ্ধ করার মতো
কোন সাহস দেখাতে পারবে না । এদিকে চিনের বিরুদ্ধে আমেরিকা সকল দেশকে একজোট হতে বললেও
রাশিয়া সেই পদক্ষেপ থেকে দূরে সরে গেছে; এমনকি রাশিয়া জানিয়ে দিয়ছে চিনের সঙ্গে তাদের
সম্পর্ক অটুট আছে ।
এদিকে কিছু চিনা অ্যাপস বন্ধ করে কিছু চালু রেখে
টিভির পর্দায় দেশ প্রেমিকতা দেখানও শোভনীয় নয় । যদি চিনা অ্যাপস, চিনা দ্রব্য বর্জন
করতে হয় তাহলে সব নয় কেন ? সব বর্জন করে এদেশে তৈরি করা হোক ।
একটি
দেশকে উন্নতি করতে গেলে বর্তমানে সেই দেশকে প্রথম প্রযুক্তিগতভাবে উন্নতি করতে হবে
। যে দেশের নিজস্ব কোন প্রযুক্তি নেই সেই দেশ কখনই স্ববলে বলিয়ান হতে পারে না । নিজের
দেশের লোককে অনাহারে রেখে বিদেশ থেকে অস্ত্র আমদানিও সমচিন নয় । যেই পরিমাণ অর্থ দিয়ে
বিদেশ থেকে অর্থ আনা হবে সেই পরিমাণ অর্থ দেশীয় প্রযুক্তিকে উন্নত করতে সাহায্য করতে
হবে । সে ক্ষেত্রে বেকার সমস্যার সমাধান যেমন হবে তেমনি দেশ উন্নতির পথে অগ্রসর হবে
।
This is present reality
ReplyDeleteThank you so much, dear.
Delete