SUBHASHER PARIKSHA / সুভাষের পরীক্ষা



                          অনু গল্প
                            ~~~~~
           সুভাষের পরীক্ষা
                 -- আজিজুল হাকিম
                 ***********************

          পড়ন্ত বিকেলের রোদ মুখের ওপর । ভীষন বিষণ্ণ মুখ । হাজারও দুশ্চিন্তার ভারে নোয়ানো মাথা । ক্লান্ত চরনে এগিয়ে যাচ্ছে সুভাষ ।

        একটা বিরাট হল ঘরে সে একাই --- একটি মাত্র পরীক্ষার্থী । চারিপাশে সারি সারি ফাঁকা বেঞ্চগুলো কাদের প্রতীক্ষায় যেন প্রহর গুনছে । তার ওপরে তিন জোড়া শানিত, উদ্ধত চোখ ।

       বাড়ি থেকে বের হওয়ার সময় মা বলেছিলেন , " বাবা এবারের পরীক্ষায় তোকে পাশ করতেই হবে । এবার না হলে বাবা, জীবনে আর হবেনা ।" বৌ বলেছিল, " হ্যাঁ গো, তুমি শুনছ ? এবার যদি তোমার চাকরি হয় তাহলে আমাদের অভাব ঘুচবে ।" এক রত্তি মেয়েটি বলেছিল, "বাবা , এবার কিন্তু আমার ড্রইং খাতা আর তুলি - রঙ চাই । তুমি আনবে কিন্তু ।"

         প্রায় দু মাস হয়ে গেল - রং, তুলি, খাতা কিছুই দেওয়া হয়নি । স্ত্রীর শাড়িটা কয়েক জায়গা ছিঁড়ে গেছে । কিনে দেওয়া হয়নি । মায়ের প্রেসার হূহূ করে বাড়ছে --- ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সাধ্য হয়নি ।

        এবার কি তাহলে আমার চাকরিটা হবেই ! সুভাষের মুখখানা পুলকিত হয়ে উঠে । কিন্তু মুহুর্তের মধ্যেই চেঞ্জ হয়ে যায় ---- স্নেহা বলেছিল, " পরীক্ষাটা লোক দেখানো মাত্র । জানিস, এদেশে পরীক্ষায় না বসলেও চাকরি পাওয়া যায় ।"

       সুভাষ মুখ তুলল । তখন পড়ন্ত বিকেলের আলোটা ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে ।


Post a Comment

Previous Post Next Post