ধর্ষিতা আমি

        
ধর্ষিতা আমি
  - আজিজুল হাকিম
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
ভগবান, তুমি ভাল আছ ?
জেলখানার করিডোরে
তোমার লালসার আগুনে সাজানো
লাল, নীল, হলুদ রঙের হুর - পরীরা
আজ তোমার সঙ্গে নেই ।
যে অঙ্গুলি হিলনে কত মন্ত্রী - সান্ত্রীদের উত্থান-পতন
যে আঙুলের ইশারায় তোমার রক্ষিতারা
তোমার সেবায় দেহ উতসর্গ করতে বাধ্য ছিল
সেই আঙুল আজ হাতের মুঠোয় লুকিয়ে পড়েছে ।
তবুও তুমি অসাধারণ !
তোমার চমৎকারিত্বে অগুনিত ভক্ত
বন্দুকের ডগায় বুক পেতে দেয়
তোমার পান্ডারা দেশের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে
আলাদা নিয়মে উদ্বুদ্ধ হয়ে
আগুন নিয়ে রাস্তায় নামে
আশান্তির আগুনের লেলিহান শিখায়
উন্মত্ত ষাঁড়ের মতো সারা দেশ দাপিয়ে বেড়ায়
খ্যাপা কুকুরের মতো সামনে যাকে পায় কামুড় দেয় ।
তোমার অন্ধ ভক্তের দল যখন
ঈশ্বরের আসনে বসিয়ে
তোমাকে ধ্যানজ্ঞান মনে করে
আমাকে তোমার সেবায় উৎসর্গ করল ;
আমিও তোমাকে ঈশ্বর ভেবে
তোমার সেবায় আত্মনিয়োগ করে পুলকিত হলাম ।
তোমার চরণতলে সঁপে দিলাম
উজ্জ্বল সোনালী জীবন,
অনাগত স্বপ্নিল ভবিষ্যৎ ।
আমার যৌবনের উচ্ছল তৃষ্ণার পেয়ালায়
ঢেলে দিলাম কাল – বিষ ।
তারপর একরাতে
তোমাকে একা দেখে আঁতকে উঠলাম -
নিষ্কাম ঈশ্বরের বদলে
রতি জ্বালায় প্রজ্বলিত, যৌন ক্ষুধায় ক্ষুধার্ত
এক হায়েনা আমার বুকে থাবা বসালো,
কামনার লালায় ভরিয়ে দিল আমার দেহ ।
কেড়ে নিল সতীত্বের অহংকার ।
কখনো সত্যবতীরূপে
কখনো সরস্বতীরূপে
কখনো অহল্যাবেশে
কখনো রাধিকাবেশে
যুগেযুগে ধর্ষিতা আমি ।
কখনো কোনোদিন
সন্ন্যাসীর কাছে ,
ব্রম্ভ্রার কাছে,
ইন্দ্রের কাছে,
কৃষ্ণের কাছে
ঈশ্বরকে পাইনি –
পেয়েছি কেবল কামনার আগুনে প্রজ্বলিত
এক শয়তান পুরুষকে ।

Post a Comment

Previous Post Next Post