তুমি কি দেশপ্রেমিক
হতে চাও ?
-
আজিজুল হাকিম
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
তুমি কি দেশপ্রেমিক
হতে চাও ?
তাহলে সরকারের স্তুতি
গেয়ে যাও ।
কোন বিরোধী কথা নয়,
প্রতিবাদী গান নয়,
কোন কিছু দেখা নয়,
স্লোগানের ভাষা নয়,
কোন কিছু চাওয়া নয়,
হারালেও বলা নয়;
কেবল চোখ বুজে, সাধুবেশে
রাম সঙ্কীর্তন করে যাও ।
চাষীরা মরে যাক,
বেকার বেড়ে যাক,
শিক্ষা মুছে যাক,
বিধর্মী মার খাক,
বাঙালিরা সরে যাক,
বিবেক মরে যাক ।
খিদে পেলেই গরুর
গোবর-মুত পান করে যাও ।
নাগরিক পুড়ছে,
ভাগাড়ে মরছে,
আর, বি, আই বুঝছে,
পদ্ম ফুটছে,
ধর্ম-পীড়ন চলছে,
ধর্ষণ বাড়ছে
;
তবু মুখ বুজে থাকো,
প্রতিবাদী হলে বাংলা, পাকে চলে যাও ।
Tags:
আমার জগত - কবিতা