Prithibir Proti

পৃথিবীর প্রতি

-       আজিজুল হাকিম

******************************  

হে সুন্দর মায়াবী পৃথিবী,

তোমার দিকে তাকাতে ঘেন্না হয় ;

এমনকি তোমার বুকে বাঁচতেও ।

 

তুমি ছলনাময়ী, 

আমাকে মায়ার আঁচলে বাঁধতে চাও

কেবল তোমাকে মায়াবীর মোড়কে

সুন্দর করে সাজাবার জন্য ।

 

এক সময় তোমার লাবণ্যময়ী রূপ-ঐশ্বর্যের টানে

পুতুলের মত আমি নেচেছিলাম

তাই তো তোমার জন্যে

আমার রক্তমাংস ঘাম অকুন্ঠিতভাবে ঝরিয়েছি

রাতের শান্তিকে বিসর্জন দিয়ে

অনিদ্রায়, আনাহারে, নিরাশ্রয়হীনভাবে রাত কাটিয়েছি

বড়দের দেয়া ছিছিকারকে তুড়ির ডগায় উড়িয়ে দিয়েছি

 

অনেকে বলেছিল, “পৃথিবীকে বিশ্বাস করিস না -

ও স্লো মসনের বিষধর সাপ

দেখবি, তোকে তিলেতিলে দংশন করবে

সেই ছোবলে তোর রক্ত, সারা দেহ নীল হয়ে যাবে ।

তোর রক্ত মাংস খাবে

তারপর তোর হাড়ে বসে ডুগডুগি বাজাবে ।

ওর মোহ জাল ছিঁড়ে পালিয়ে আয় ।’’

তখন আমি পারিনি পালিয়ে আসতে ।  

নানী বলেছিলেন, “তুই আগুন নিয়ে খেলতে গেলি তবে ?”

আমি বলেছিলাম, “আগুনে জ্বলতে চাই –

পুড়েপুড়ে আমার অন্তর হোক খাদহীন খাঁটি সোনা ।”

 

তখন কিন্তু আগুনের আঁচের ফিলিংসটা বুঝতাম না ।

দূর থেকে দেখে ভাবতাম, ওটা আস্বাদন করতে খুব মজা -

তাই শিশু মুষার মতই আগুনের পিন্ডটা মুখু গুঁজে নিলাম 

 

হে সুন্দরী, মায়াবী পৃথিবী !

তোমার লাবন্যতার আড়ালে

এক রাক্ষসী নারীকে খুঁজে পাই ।

কুৎসিত, জঘন্য ডাইনীর মত মনে হয় – তোমায়

তোমার দিকে তাকাতে ঘেন্না হয় ;

এক আকাশ অন্ধকার তৈরী হয়

তোমার ছোঁয়ায় ।

 

তোমাকে পতিতালয়ের বেশ্যা মাগীর মত মনে হয় 

আমি পারবনা, তোমার প্রবঞ্চনাপূর্ন ডাকে সাড়া দিতে ।

আমি পারবনা কুকুর, শিয়াল আর শুয়োরের সাথে

তোমার দেহে ভাগ বসাতে  

 

 

১৮ - ১৯/১০/২০১৭ 

নিজ বাসভূমি

 

 

  

Post a Comment

Previous Post Next Post