তুমি চাও বা না চাও
- আজিজুল হাকিম
*******************************************
তুমি চাও বা না চাও তোমাকে ভালো
আমি বাসবই , তুমি চাও বা না চাও তোমার বুকে প্রেমের আগুন আমি জ্বালবই ,
তুমি চাও বা না চাও তোমার চোখ আকাশের নীলে আমি হারাবই ,
তুমি চাও বা না চাও তোমার মন উদাসী বাতাসে আমি ভাসাবই ,
তুমি চাও বা না চাও তোমার মনের ইথার তরঙ্গে অনুরণন তুলবই ,
তুমি চাও বা না চাও হাজারো কল্পনায় তোমাকে আমি সাজাবোই ,
তুমি চাও বা না চাও আগুন নিয়ে তোমাকে আমি খেলাবই ,
তুমি চাও বা না চাও সেই আগুনে তোমাকে আমি পুড়াবই ,
তুমি চাও বা না চাও তোমার মনের ডেস্কটপে আমি নাচবই ,
তুমি চাও বা না চাও হাজার স্ক্যানেও তোমার কলিজার বোর্ডে থাকবই ,
তুমি চাও বা না চাও কাজে কাজে তোমার ভুল আমি করাবই ,
তুমি চাও বা না চাও তোমার ভূগোলের পরিসীমা আমি হারাবই ,
তুমি চাও বা না চাও তোমার বুকে সাগরের ঢেও আমি আনবই ,
তুমি চাও বা না চাও তোমার মাথায় ঘূর্ণি ঝড় আমি তুলবই ,
তুমি চাও বা না চাও তোমার বুকে আনন্দের ঝর্ণা আমি ঝরাবই,
তুমি চাও বা না চাও তোমার চোখে সাগরের নোনা জল ঢালবই ।।
রচনাঃ ০৯/১১/২০১৮
Tags:
আমার জগত - কবিতা