কে তুমি
- আজিজুল হাকিম
~~~~~~~~~~~~~~~~~~~~~
কে তুমি ?
যার কারণে জীবনের ঊষালগ্নে
পৃথিবী পেয়েছে উষ্ণ রক্তের স্বাদ ।
শান্ত সাগরের বুকেও নাবিক হয়েছে অশান্ত
হারিয়েছে তার পথ, হয়েছে দিকভ্রান্ত ।
কে তুমি ?
যার জন্যে কাঁটাতার কাটা পড়ে বারাবার,
সীমান্ত রক্ষীর বন্দুকের নল নতজানু হয় -
গোলাপ হাতছানি দেয় ঝলসানো মরু দেহে ।
কে তুমি ?
যার কারণে যুদ্ধ বেঁধেছে বারবার,
শান্তির নগরিকে অশান্তির আগুন গিলেছে অগুনিতবার ।
সমাজ সংসারে এসেছে ভাঙ্গন,
হৃদয় পচেছে অবিশ্বাসের ক্ষতে ।
কে তুমি ?
যার জন্যে রাজা হয়েছে নিঃস্ব,
ছেড়েছে রাজ্যপাট ।
ভিখারির পোষাক গায়ে নেমেছে ধুলোর পথে ।
কে তুমি ?
যার নিমিত্ত একটি শিশু
অনাবিল, নিষ্পাপ হেসে উঠে ।
যাকে দেখলেই যত প্রশান্তি যায় মুছে -
এক আকাশ শান্তি নেমে আসে ।
কে তুমি ?
যার কারণে প্রজাপতি ঝাঁপ দেয় আগুনে ?
আত্মহুতি বাড়ে পথে প্রান্তে,
সুখের সাগরে অশান্তির ঢেউ উঠে অনন্তে ।
কে তুমি ?
যার পিছুনে ছুটেও তাকে পাওয়া যায় না ।
কে তুমি ?
যাকে পেয়েও হাতে রাখা যায় না ।
কে তুমি ?
যার কারণে বারবার হারি আর বারবার শিখি ।
কে তুমি ?
যাকে নিয়ে আমি হাজার কবিতা লিখি ।
কে তুমি ?
যাকে পাওয়ার নেশায় বুকের গভীরে লাগে ঢেউ ।
কে তুমি ?
যাকে মনে হয় শত জনমের আমারই হবে কেউ ।
- আজিজুল হাকিম
~~~~~~~~~~~~~~~~~~~~~
কে তুমি ?
যার কারণে জীবনের ঊষালগ্নে
পৃথিবী পেয়েছে উষ্ণ রক্তের স্বাদ ।
শান্ত সাগরের বুকেও নাবিক হয়েছে অশান্ত
হারিয়েছে তার পথ, হয়েছে দিকভ্রান্ত ।
কে তুমি ?
যার জন্যে কাঁটাতার কাটা পড়ে বারাবার,
সীমান্ত রক্ষীর বন্দুকের নল নতজানু হয় -
গোলাপ হাতছানি দেয় ঝলসানো মরু দেহে ।
কে তুমি ?
যার কারণে যুদ্ধ বেঁধেছে বারবার,
শান্তির নগরিকে অশান্তির আগুন গিলেছে অগুনিতবার ।
সমাজ সংসারে এসেছে ভাঙ্গন,
হৃদয় পচেছে অবিশ্বাসের ক্ষতে ।
কে তুমি ?
যার জন্যে রাজা হয়েছে নিঃস্ব,
ছেড়েছে রাজ্যপাট ।
ভিখারির পোষাক গায়ে নেমেছে ধুলোর পথে ।
কে তুমি ?
যার নিমিত্ত একটি শিশু
অনাবিল, নিষ্পাপ হেসে উঠে ।
যাকে দেখলেই যত প্রশান্তি যায় মুছে -
এক আকাশ শান্তি নেমে আসে ।
কে তুমি ?
যার কারণে প্রজাপতি ঝাঁপ দেয় আগুনে ?
আত্মহুতি বাড়ে পথে প্রান্তে,
সুখের সাগরে অশান্তির ঢেউ উঠে অনন্তে ।
কে তুমি ?
যার পিছুনে ছুটেও তাকে পাওয়া যায় না ।
কে তুমি ?
যাকে পেয়েও হাতে রাখা যায় না ।
কে তুমি ?
যার কারণে বারবার হারি আর বারবার শিখি ।
কে তুমি ?
যাকে নিয়ে আমি হাজার কবিতা লিখি ।
কে তুমি ?
যাকে পাওয়ার নেশায় বুকের গভীরে লাগে ঢেউ ।
কে তুমি ?
যাকে মনে হয় শত জনমের আমারই হবে কেউ ।
Tags:
আমার জগত - কবিতা