NARI, TOMAKEI BOLCHI



নারী, তোমাকেই বলছি 
-      আজিজুল হাকিম
******************************

তোমার কারণেই আমার জীবনের সূর্যোদয়,  
তোমাকে দেখলেই আমার কান্নাগুলো
কেমন খলখলিয়ে হেসে উঠত,  
তোমার হাত ধরেই এই বিশ্ব জগতের সাথে আমার পরিচয় 
বাবাকে ? তাও তুমিই চিনিয়ে ছিলে ।

তোমার অজ্ঞাত প্রেরণায় হাজারও কষ্টের মাঝেও
দাঁতে দাঁত চেপে স্কুল যেতাম,
পড়া না হলে তুমি হাসবে বলে পড়তেই হোত ।
আজও তুমি জানলে না, কেবল তোমার জন্যেই
শিক্ষিত হতে পেরেছি ।

আমার ফাগুন বেলায় এক রাতে
তুমি শরতের রানী হয়ে এসে
আমার ফাঁকা ডাইরিখানা প্রেমের
কবিতায় ভরিয়ে দিয়ে ছিলে;
কিন্তু বাস্তব জীবনে রক্ত মাংসের দেহে এসে
আলতো করে একটু ছুঁয়েও দেখলে না আমায়
কেবল কবিতার পরশেই তোমাকে ছুঁয়ে গেলাম ।

তোমার জন্যেই কত খামখেয়ালীপনা,
বিদ্রোহ ঘোষণা, আইন অমান্য আন্দোলন,
শিকল ভাঙার গান ।    

অবশেষে তুমি এলে অন্য রূপে, অন্য দেহে, ভিন্ন মনে ।
উপন্যাসের পাতায় দেখা,
কবিতার ছন্দে চলা সেই নারী তুমি না -
নির্মম বাস্তব পৃথিবীর ছলা কলায় পূর্ণ তুমি
অবিশ্বাসের হাজারও ছোবলে নীলকান্তমণি, নীলকণ্ঠ আমি
একমাত্র তোমার জন্যেই আমার ছায়ার মাথা হেঁট ।  

তবুও দুর্ভেদ্য আঁধার গহীন পথেও স্বপ্ন দেখি,
অসীম দিগন্তের ওপার হতে কে তুমি নারী
হাজারও আলোক রশ্মি হাতে
দাঁড়িয়ে আছ আমার অপেক্ষায় ।   

                     রচনাঃ ০৮/০৯/২০১৯

Post a Comment

Previous Post Next Post