-
আজিজুল হাকিম
~~~~~~~~~~~~~~~~~~~~~
তবুও পৃথিবী থাকবে তার কক্ষপথে স্থির,
সূর্য পূর্ব
দিকেই উঠবে ঠিক,
আকাশ থাকবে
একি রকম নীল,
বাতাস নেচে
বেড়াবে আদিম নিয়মেই,
সবুজ ফসল আর
সোনালি দানায় ভরে থাকবে মাঠ,
নদীর
স্রোতধারা এক দিকেই বয়ে যাবে অহর্নিশ,
ঝর্ণাধারা
চঞ্চল বালিকার মতই নেচে নেচে
নেমে আসবে
পাহাড়ের গা বেয়ে,
সাগর পাড়
খাবে নিরন্তর,
পাখিরা
কাকলির চিরন্তন কলতানে
ভরিয়ে দিবে
বাতাস,
অন্য রাতের
মতই তারাগুলি জ্বলে যাবে অবিকল,
কয়েক ফোঁটা
আশ্রুবিন্দুর পতনের পর
তুমিও হবে প্রাণচঞ্চল ।
তারপর আমার
বদলে অন্য কেউ আসবে তোমার জীবনে।
কেবল একটি মৃত গোলাপ
ধুলো বালির
আস্তরণে চাপা পড়ে যাবে ।
রচনাঃ ১৭/০১/২০১৯