i Present Indefinite Tense-II

Present Indefinite Tense-II

 


Present Indefinite Tense-II

*Doing Verb-এর ব্যবহার* 
Assertive Sentence – বর্ণনামূলক বাক্য
Affirmative Sentence (হ্যাঁ বাচক বাক্য)
এবার যে সব Verb-এর দ্বারা কোন কাজ করা বোঝায় তাদের ব্যাবহার দেখব। এগুলিকে
এক সঙ্গে doing verb- বলে।  
 মনে রাখতে হবেঃ এখানে যদি 3rd Person Singular Number কোন কাজ করে তাহলে Verb-এর সঙ্গে s বা es যোগ করতে হবে।
Formula: Subject + verb + object.
১. আমি সকালবেলা ঘুম থেকে উঠি।  I wake up in the morning.
২. সে প্রতিদিন স্কুলে যায়।  He goes to school every day.
৩. তারা সময়মতো অফিসে পৌঁছায়।  They reach the office on time.
৪. তুমি চা খাও।  You drink tea.
৫. আমরা রাতে টিভি দেখি।  We watch TV at night.
৬. আমার মা প্রতিদিন রান্না করেন।  My mother cooks every day.
৭. বাবা সকালে খবরের কাগজ পড়েন।  Father reads the newspaper in the morning.
৮. শিশুরা বিকেলে খেলাধুলা করে।  Children play in the evening.
৯. সে তার কাজ শেষ করে।  He finishes his work.
১০. আমি প্রতিদিন ব্যায়াম করি।  I exercise every day.
১১. আমি গান গাই।  I sing songs.
১২. তুমি বই পড়ো।  You read books.
১৩. সে সুন্দর ছবি আঁকে।  She draws beautiful pictures.
১৪. তারা ফুটবল খেলে।  They play football.
১৫. আমরা ছুটির দিনে সিনেমা দেখি।  We watch movies on holidays.
১৬. তুমি নাচ পছন্দ করো।  You like dancing.
১৭. আমার দাদা গল্প বলা পছন্দ করেন।  My grandfather likes telling stories.
১৮. সে নতুন নতুন রান্না শেখে।  She learns new recipes.
১৯. আমি রবিবারে গান শিখি।  I learn music on Sundays.
২০. তারা লুডু খেলে।  They play Ludo.
২১. আমি ইংরেজি পড়ি।  I study English.
২২. সে গণিত শেখায়।  He teaches mathematics.
২৩. তারা পরীক্ষা দেয়।  They take exams.
২৪. শিক্ষক আমাদের পাঠ শেখান।  The teacher teaches us lessons.
২৫. আমি অফিসে কাজ করি।  I work in an office.
২৬. সে একটি ব্যাংকে চাকরি করে।  He works in a bank.
২৭. তুমি কঠোর পরিশ্রম করো।  You work hard.
২৮. আমরা প্রকল্পে কাজ করি।  We work on projects.
২৯. তিনি গবেষণা করেন।  He does research.
৩০. ছাত্ররা প্রতিদিন পড়াশোনা করে।  Students study every day.
৩১. আমি সকালে হাঁটি।  I walk in the morning.
৩২. সে রাতে দুধ পান করে।  He drinks milk at night.
৩৩. তারা প্রতিদিন ব্যায়াম করে।  They exercise daily.
৩৪. আমি সময়মতো খাই।  I eat on time.
৩৫. আমার মা বিকেলে চা খান।  My mother drinks tea in the evening.
৩৬. সে সবসময় সময়মতো আসে।  He always comes on time.
৩৭. আমরা প্রতি শুক্রবার সিনেমা দেখি।  We watch a movie every Friday.
৩৮. তুমি সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে দেখা করো।  You meet your friends in the evening.
৩৯. তিনি প্রতিদিন গাড়ি চালান।  He drives a car every day.
৪০. আমি সকালবেলা ফল খাই।  I eat fruits in the morning.
৪১. সূর্য পূর্ব দিকে উঠে।  The sun rises in the east.
৪২. পাখিরা সকালে গান গায়।  Birds sing in the morning.
৪৩. নদী সমুদ্রে গিয়ে মেশে।  Rivers flow into the sea.
৪৪. গাছ আমাদের অক্সিজেন দেয়।  Trees give us oxygen.
৪৫. ফুল বাগানে ফোটে।  Flowers bloom in the garden.
৪৬. বৃষ্টি মাটিকে সজীব করে।  Rain refreshes the earth.
৪৭. বিড়াল দুধ পছন্দ করে।  Cats like milk.
৪৮. কুকুর আমাদের পাহারা দেয়।  Dogs guard us.
৪৯. মাছ পানিতে সাঁতার কাটে।  Fish swim in water.
৫০. গরু ঘাস খায়।  Cows eat grass.
 
Assertive Sentence – বর্ণনামূলক বাক্য
Negative Sentence (না বাচক বাক্য)
 
Formula: (ii) Subject+ helping verb (do)+ not+ verb+ object.
Negative Sentence গঠন করার জন্য এখানে Subject-এর পরে যে ‘do’ word-টির ব্যাবহার হবে তার কোন অর্থ বা মানে থাকবে না।
 
1. আমি দিনে ঘুমাই না – I do not sleep by day.
2. তুমি এখানে আসো না – You do not come here.
3. তারা গান গায় না – They do not sing the song.
4. সবুজ পাখি শিকার করে না – Sabuj does not hunt bird.
5. সে বই পড়ে না – He does not read book.
6. আমরা তাকে চিনি না - We do not know him.
7. তারা আমাদেরকে সাহায্য করে না - They do not help us.
8. রিজিয়া কলম হারায় না - Rijiya does not lose pen.
9. মিতালী আমাকে ভুলে যায় না - Mitali does not forget me.
10. বাঘ শহরে বাস করে না - Tiger does not live in market.
11. লিপি তার কথা প্রত্যাহার করে না - Lipi does not withdraw her speech.
12. আমি রাতে কাজ করি না - I do not work at night.
13. আলি আর রবি লড়াই করে না - Ali and Rabi do not fight.
14. সে মিথ্যা কথা বলে না - He does not tell lie. 
  
Interrogative Sentence using Wh-words
(Wh-Word দিয়ে প্রশ্নবোধক বাক্য)
Formula: (iii) Wh-word + helping verb (do) + subject + main verb + object?
 
(i) আমি কেন এখানে বাস করি? – Why do I live here?
(ii) আমরা কিভাবে বাঁচি? – How do we live?
(iii) তুমি কোন কলমটি চাও? – Which pen do you want?
(iv) তোমরা কখন ইংরাজি পড়? – When do you read English?
(v) আপনি কেন আমাকে ভালোবাসেন? – Why do you love me?
(vi) সে কবে এখানে আসে? – When does he come here?
(vii) তিনি কোন খেলাটি তোমাদের দেখায়? – Which game does he show?
(viii) তারা কি চায়? – What do they want?
(ix) পৃথিবী কিভাবে ঘুরে? – How does the earth move?
(x) চাঁদ কখন উঠে? – When does the moon rise?
(xi) তুমি কাকে চাও? – Whom do you want?
 
        মনে রাখতে হবেঃ (i) Who থাকলে subject থাকবে না আর Which থাকলে তার পরেই objectiটি বসবে এবং whom থাকলে object থাকবে না।
   
Interrogative-Negative Sentence
Formula: (ii) Helping verb (do) + subject + no/not + object?
 
(i) আমি কি তোমাকে চিনি না? – Do I not know you?
(ii) আমরা কি তোমার যত্ন নিই না? – Do We not care of you?
(iii) তুমি কি আমাকে আঘাত কর না? – Do you not hurt me?
(iv) তোমরা কি ইংরাজি শেখো না? Do you not learn English?
(v) সে কি সকালে উঠে না? – Does he not get up in the morning?
(vi) তারা কি পরীক্ষায় বসে না? – Do they not sit in examination?
(vii) রূপা কি মাঠে কাজ করে না? – Does not Rupa work in field?
(viii) আলি কি ভাত খায় না? – Does not Ali eat rice?
 
 Interrogative-Negative Sentence with Wh-words
(Wh-word দিয়ে প্রশ্নবোধক না বাচক বাক্য)
   Formula: (iii) Wh-word + helping verb (do) + subject + not + main verb + object?
 
(i) আমি কেন তোমাকে চিনি না? – Why do I not know you?
(ii) আমরা কখন তোমাকে লক্ষ্য করি না? – When do we not follow you?
(iii) তুমি কবে সেখানে যাও না? – When do you not go there?
(iv) তোমরা কোথায় বেড়াও না? – Where do you not travel?
(v) কে স্কুল যায় না? – Who does not go to to school?
(vi) কেন সে চাঁদের দিকে তাকায় না? – Why does she not look at the moon? (vii) অরুণ কেন আমাকে ডাকে না? – Whey does not Arun call me?
(viii) তারা কোথায় নাচে না? – Where do they not dance?
(ix) কোন কলমটি তুমি চাও না? – Which pen do you not want?
 
       মনে রাখতে হবেঃ (i) Who থাকলে subject থাকবে না আর Which থাকলে তার পরেই objectiটি বসবে এবং whom থাকলে object থাকবে না।   
       (ii) Noune – এর আগে এবং Pronoun – এর পরে not বসবে।
 

Post a Comment

Previous Post Next Post