Present Indefinite Tense-II
*Doing Verb-এর ব্যবহার*
Assertive Sentence – বর্ণনামূলক বাক্য
Affirmative Sentence (হ্যাঁ বাচক বাক্য)
এবার যে সব Verb-এর দ্বারা কোন কাজ করা বোঝায় তাদের ব্যাবহার দেখব। এগুলিকে
এক সঙ্গে doing verb- বলে।
মনে রাখতে হবেঃ এখানে যদি 3rd Person Singular Number কোন কাজ করে তাহলে Verb-এর সঙ্গে s বা es যোগ করতে হবে।
Formula: Subject + verb + object.
১. আমি সকালবেলা ঘুম থেকে উঠি। → I wake up in the morning.
২. সে প্রতিদিন স্কুলে যায়। → He goes to school every day.
৩. তারা সময়মতো অফিসে পৌঁছায়। → They reach the office on time.
৪. তুমি চা খাও। → You drink tea.
৫. আমরা রাতে টিভি দেখি। → We watch TV at night.
৬. আমার মা প্রতিদিন রান্না করেন। → My mother cooks every day.
৭. বাবা সকালে খবরের কাগজ পড়েন। → Father reads the newspaper in the morning.
৮. শিশুরা বিকেলে খেলাধুলা করে। → Children play in the evening.
৯. সে তার কাজ শেষ করে। → He finishes his work.
১০. আমি প্রতিদিন ব্যায়াম করি। → I exercise every day.
১১. আমি গান গাই। → I sing songs.
১২. তুমি বই পড়ো। → You read books.
১৩. সে সুন্দর ছবি আঁকে। → She draws beautiful pictures.
১৪. তারা ফুটবল খেলে। → They play football.
১৫. আমরা ছুটির দিনে সিনেমা দেখি। → We watch movies on holidays.
১৬. তুমি নাচ পছন্দ করো। → You like dancing.
১৭. আমার দাদা গল্প বলা পছন্দ করেন। → My grandfather likes telling stories.
১৮. সে নতুন নতুন রান্না শেখে। → She learns new recipes.
১৯. আমি রবিবারে গান শিখি। → I learn music on Sundays.
২০. তারা লুডু খেলে। → They play Ludo.
২১. আমি ইংরেজি পড়ি। → I study English.
২২. সে গণিত শেখায়। → He teaches mathematics.
২৩. তারা পরীক্ষা দেয়। → They take exams.
২৪. শিক্ষক আমাদের পাঠ শেখান। → The teacher teaches us lessons.
২৫. আমি অফিসে কাজ করি। → I work in an office.
২৬. সে একটি ব্যাংকে চাকরি করে। → He works in a bank.
২৭. তুমি কঠোর পরিশ্রম করো। → You work hard.
২৮. আমরা প্রকল্পে কাজ করি। → We work on projects.
২৯. তিনি গবেষণা করেন। → He does research.
৩০. ছাত্ররা প্রতিদিন পড়াশোনা করে। → Students study every day.
৩১. আমি সকালে হাঁটি। → I walk in the morning.
৩২. সে রাতে দুধ পান করে। → He drinks milk at night.
৩৩. তারা প্রতিদিন ব্যায়াম করে। → They exercise daily.
৩৪. আমি সময়মতো খাই। → I eat on time.
৩৫. আমার মা বিকেলে চা খান। → My mother drinks tea in the evening.
৩৬. সে সবসময় সময়মতো আসে। → He always comes on time.
৩৭. আমরা প্রতি শুক্রবার সিনেমা দেখি। → We watch a movie every Friday.
৩৮. তুমি সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে দেখা করো। → You meet your friends in the evening.
৩৯. তিনি প্রতিদিন গাড়ি চালান। → He drives a car every day.
৪০. আমি সকালবেলা ফল খাই। → I eat fruits in the morning.
৪১. সূর্য পূর্ব দিকে উঠে। → The sun rises in the east.
৪২. পাখিরা সকালে গান গায়। → Birds sing in the morning.
৪৩. নদী সমুদ্রে গিয়ে মেশে। → Rivers flow into the sea.
৪৪. গাছ আমাদের অক্সিজেন দেয়। → Trees give us oxygen.
৪৫. ফুল বাগানে ফোটে। → Flowers bloom in the garden.
৪৬. বৃষ্টি মাটিকে সজীব করে। → Rain refreshes the earth.
৪৭. বিড়াল দুধ পছন্দ করে। → Cats like milk.
৪৮. কুকুর আমাদের পাহারা দেয়। → Dogs guard us.
৪৯. মাছ পানিতে সাঁতার কাটে। → Fish swim in water.
৫০. গরু ঘাস খায়। → Cows eat grass.
Assertive Sentence – বর্ণনামূলক বাক্য
Negative Sentence (না বাচক বাক্য)
Formula: (ii) Subject+ helping verb (do)+ not+ verb+ object.
Negative Sentence গঠন করার জন্য এখানে Subject-এর পরে যে ‘do’ word-টির ব্যাবহার হবে তার কোন অর্থ বা মানে থাকবে না।
1. আমি দিনে ঘুমাই না – I do not sleep by day.
2. তুমি এখানে আসো না – You do not come here.
3. তারা গান গায় না – They do not sing the song.
4. সবুজ পাখি শিকার করে না – Sabuj does not hunt bird.
5. সে বই পড়ে না – He does not read book.
6. আমরা তাকে চিনি না - We do not know him.
7. তারা আমাদেরকে সাহায্য করে না - They do not help us.
8. রিজিয়া কলম হারায় না - Rijiya does not lose pen.
9. মিতালী আমাকে ভুলে যায় না - Mitali does not forget me.
10. বাঘ শহরে বাস করে না - Tiger does not live in market.
11. লিপি তার কথা প্রত্যাহার করে না - Lipi does not withdraw her speech.
12. আমি রাতে কাজ করি না - I do not work at night.
13. আলি আর রবি লড়াই করে না - Ali and Rabi do not fight.
14. সে মিথ্যা কথা বলে না - He does not tell lie.
Interrogative Sentence using Wh-words
(Wh-Word দিয়ে প্রশ্নবোধক বাক্য)
Formula: (iii) Wh-word + helping verb (do) + subject + main verb + object?
(i) আমি কেন এখানে বাস করি? – Why do I live here?
(ii) আমরা কিভাবে বাঁচি? – How do we live?
(iii) তুমি কোন কলমটি চাও? – Which pen do you want?
(iv) তোমরা কখন ইংরাজি পড়? – When do you read English?
(v) আপনি কেন আমাকে ভালোবাসেন? – Why do you love me?
(vi) সে কবে এখানে আসে? – When does he come here?
(vii) তিনি কোন খেলাটি তোমাদের দেখায়? – Which game does he show?
(viii) তারা কি চায়? – What do they want?
(ix) পৃথিবী কিভাবে ঘুরে? – How does the earth move?
(x) চাঁদ কখন উঠে? – When does the moon rise?
(xi) তুমি কাকে চাও? – Whom do you want?
মনে রাখতে হবেঃ (i) Who থাকলে subject থাকবে না আর Which থাকলে তার পরেই objectiটি বসবে এবং whom থাকলে object থাকবে না।
Interrogative-Negative Sentence
Formula: (ii) Helping verb (do) + subject + no/not + object?
(i) আমি কি তোমাকে চিনি না? – Do I not know you?
(ii) আমরা কি তোমার যত্ন নিই না? – Do We not care of you?
(iii) তুমি কি আমাকে আঘাত কর না? – Do you not hurt me?
(iv) তোমরা কি ইংরাজি শেখো না? Do you not learn English?
(v) সে কি সকালে উঠে না? – Does he not get up in the morning?
(vi) তারা কি পরীক্ষায় বসে না? – Do they not sit in examination?
(vii) রূপা কি মাঠে কাজ করে না? – Does not Rupa work in field?
(viii) আলি কি ভাত খায় না? – Does not Ali eat rice?
Interrogative-Negative Sentence with Wh-words
(Wh-word দিয়ে প্রশ্নবোধক না বাচক বাক্য)
Formula: (iii) Wh-word + helping verb (do) + subject + not + main verb + object?
(i) আমি কেন তোমাকে চিনি না? – Why do I not know you?
(ii) আমরা কখন তোমাকে লক্ষ্য করি না? – When do we not follow you?
(iii) তুমি কবে সেখানে যাও না? – When do you not go there?
(iv) তোমরা কোথায় বেড়াও না? – Where do you not travel?
(v) কে স্কুল যায় না? – Who does not go to to school?
(vi) কেন সে চাঁদের দিকে তাকায় না? – Why does she not look at the moon? (vii) অরুণ কেন আমাকে ডাকে না? – Whey does not Arun call me?
(viii) তারা কোথায় নাচে না? – Where do they not dance?
(ix) কোন কলমটি তুমি চাও না? – Which pen do you not want?
মনে রাখতে হবেঃ (i) Who থাকলে subject থাকবে না আর Which থাকলে তার পরেই objectiটি বসবে এবং whom থাকলে object থাকবে না।
(ii) Noune – এর আগে এবং Pronoun – এর পরে not বসবে।
Affirmative Sentence (হ্যাঁ বাচক বাক্য)
এবার যে সব Verb-এর দ্বারা কোন কাজ করা বোঝায় তাদের ব্যাবহার দেখব। এগুলিকে
এক সঙ্গে doing verb- বলে।
মনে রাখতে হবেঃ এখানে যদি 3rd Person Singular Number কোন কাজ করে তাহলে Verb-এর সঙ্গে s বা es যোগ করতে হবে।
১. আমি সকালবেলা ঘুম থেকে উঠি। → I wake up in the morning.
Negative Sentence (না বাচক বাক্য)
Negative Sentence গঠন করার জন্য এখানে Subject-এর পরে যে ‘do’ word-টির ব্যাবহার হবে তার কোন অর্থ বা মানে থাকবে না।
1. আমি দিনে ঘুমাই না – I do not sleep by day.
2. তুমি এখানে আসো না – You do not come here.
3. তারা গান গায় না – They do not sing the song.
4. সবুজ পাখি শিকার করে না – Sabuj does not hunt bird.
5. সে বই পড়ে না – He does not read book.
6. আমরা তাকে চিনি না - We do not know him.
7. তারা আমাদেরকে সাহায্য করে না - They do not help us.
8. রিজিয়া কলম হারায় না - Rijiya does not lose pen.
9. মিতালী আমাকে ভুলে যায় না - Mitali does not forget me.
10. বাঘ শহরে বাস করে না - Tiger does not live in market.
11. লিপি তার কথা প্রত্যাহার করে না - Lipi does not withdraw her speech.
12. আমি রাতে কাজ করি না - I do not work at night.
13. আলি আর রবি লড়াই করে না - Ali and Rabi do not fight.
14. সে মিথ্যা কথা বলে না - He does not tell lie.
Interrogative Sentence using Wh-words
(Wh-Word দিয়ে প্রশ্নবোধক বাক্য)
Formula: (iii) Wh-word + helping verb (do) + subject + main verb + object?
(ii) আমরা কিভাবে বাঁচি? – How do we live?
(iii) তুমি কোন কলমটি চাও? – Which pen do you want?
(iv) তোমরা কখন ইংরাজি পড়? – When do you read English?
(v) আপনি কেন আমাকে ভালোবাসেন? – Why do you love me?
(vi) সে কবে এখানে আসে? – When does he come here?
(vii) তিনি কোন খেলাটি তোমাদের দেখায়? – Which game does he show?
(viii) তারা কি চায়? – What do they want?
(ix) পৃথিবী কিভাবে ঘুরে? – How does the earth move?
(x) চাঁদ কখন উঠে? – When does the moon rise?
(xi) তুমি কাকে চাও? – Whom do you want?
Interrogative-Negative Sentence
Formula: (ii) Helping verb (do) + subject + no/not + object?
(ii) আমরা কি তোমার যত্ন নিই না? – Do We not care of you?
(iii) তুমি কি আমাকে আঘাত কর না? – Do you not hurt me?
(iv) তোমরা কি ইংরাজি শেখো না? Do you not learn English?
(v) সে কি সকালে উঠে না? – Does he not get up in the morning?
(vi) তারা কি পরীক্ষায় বসে না? – Do they not sit in examination?
(vii) রূপা কি মাঠে কাজ করে না? – Does not Rupa work in field?
(viii) আলি কি ভাত খায় না? – Does not Ali eat rice?
Formula: (iii) Wh-word + helping verb (do) + subject + not + main verb + object?
(iii) তুমি কবে সেখানে যাও না? – When do you not go there?
(iv) তোমরা কোথায় বেড়াও না? – Where do you not travel?
(v) কে স্কুল যায় না? – Who does not go to to school?
(vi) কেন সে চাঁদের দিকে তাকায় না? – Why does she not look at the moon? (vii) অরুণ কেন আমাকে ডাকে না? – Whey does not Arun call me?
(viii) তারা কোথায় নাচে না? – Where do they not dance?
(ix) কোন কলমটি তুমি চাও না? – Which pen do you not want?
Tags:
tense