i বৃষ্টিবিলাস জীবন আজিজুল হাকিম

বৃষ্টিবিলাস জীবন আজিজুল হাকিম

 

বৃষ্টিবিলাস জীবন

   আজিজুল হাকিম


তুমি কি আজও আমার কথা ভাবো? 
আমি তো ভাবি তোমার কথা রোজই।
দেখতে পেলেই তোমার কাছে যাব;  
তাই তো তোমায় বৃষ্টি পথে খুঁজি।

সেদিনের সেই বৃষ্টি স্নাত দুপুর
একলা পথে এলে তুমি রাণী।
একটি হাতে ছাতা মাথার উপর
অন্য হাতে মহাপুরুষদের বাণী।

আকাশে ছিল কালো মেঘের ভিড়;
গাছের তলায় দাঁড়িয়ে আমি একা, 
বাদলধারা ঝরছিল বিড়বিড় 
থমকে গেলে যেমনি হলো দেখা। 

গোলাপেরই পাঁপড়ি সাঁটা ঠোঁটে 
আনলে তুমি একটি ঝলক হাসি। 
বললে আমায়, ভিজে গেলে বটে
ঝরছে বাদল পড়ছে রাশিরাশি। 

বললাম আমি , নেবে আমায় তোমার ছাতার তলে?
                       পৌঁছে দেবে একটু আমায় বাড়ি? 
বললে তুমি,      এমন সময় তোমায় একা ফেলে 
                       একলা পথে আমি কি যেতে পারি? 

চলে এসো আমার ছাতার তলে 
হাঁটব না হয় একটু ঘেঁষাঘেঁষি,
হটাৎ যদি কেউ দেখে ফেলে  
একটু না হয় করবে হাসাহাসি।

আজও তো তেমন বৃষ্টি বাদল ঝরে
ভাবছ কি সেদিনের সেই কথা? 
কাদায় ভরা মাটির পথের 'পরে 
জলের পায়ের ছপ ছপা ছপ কথা? 

আজ   মাটির ওপর পীচ ঢালা সেই পথে 
            আসো না তো, একলা ভিজি আমি;
            তুমি তো আজ রাজকীয় রথে
            বৃষ্টি বিলাস জীবন কাটাই আমি।

Post a Comment

Previous Post Next Post