i Biography writing

Biography writing


 Biography
 
     Biography শব্দের অর্থ হল জীবনী। তাহলে প্রশ্ন আস্তে পারে কার জীবনী লিখব? সাধারণত ভারতবর্ষের বা বিশ্বের যে কোন বিখ্যাত ব্যক্তির জীবনী বা Biography পরীক্ষায় লিখতে বলা হয়। যার সম্পর্কে Biography লিখতে বলা হয় তার সম্পর্কে অতি সংক্ষিপ্ত তথ্য বা information দেওয়া থাকে। সেই তথ্যকে সম্প্রসার করাই হল প্রত্যেক ছাত্রছাত্রীর কর্তব্য। এবার প্রশ্ন আসতে পারে, আমি তো      Tense জানি না, তাহলে Biography লিখব কিভাবে?
     যারা Tense জানে না Biography লেখার আগে তাদেরকে কয়েকটি নিয়ম অনুসরণ করতে হবে। যেহেতু সমস্ত ব্যক্তি একি রকম কাজ করে বিখ্যাত হননি; তাই ব্যক্তিদেরকে কয়েকটি Category-তে ভাগ করতে হবে। সাধারণত পরীক্ষায় কোন দেশপ্রেমিক, কোন কবি বা সাহিত্যিক, কোন বিজ্ঞানী, কোন সমাজ সংস্কারকের জীবনী লিখতে বলা হয়। তাহলে আমাদেরকে (১) দেশপ্রেমিক, (২) কবি বা সাহিত্যিক, (৩) বিজ্ঞানী, (৪) সমাজ সংস্কারক, (৫) খেলোয়াড় – মোটামুটি এই পাঁচটি Category-তে ভাগ করতে হবে। প্রত্যেক Category থেকে যে কোন একজনের জীবনী মুখস্ত করতে হবে। তারপর যে Category-র ব্যক্তি সম্পর্কে লিখতে বলা হবে ভিতরের কিছু word বা sentence-এর রদবদল করতে হবে। তাহলেই, যে ব্যক্তির সম্পর্কে লিখতে বলা হবে, সেটি লিখতে পারা যাবে। একটু সতর্কভাবে সেগুলি পরিবর্তন করতে হবে। অবশ্য যেগুলি পরিবর্তন করতে বলা হবে তাদের তলায় underline করা হবে।
     এসো, এবার আমরা একজন দেশপ্রেমিকের জীবনী লিখি।

Question: Write a biography within 100 words on/of Netaji Subhas Chandra Bose using the following points: (নীচের সংকেতগুলো ব্যবহার করে নেতাজী সুভাষ চন্দ্র বোসের জীবনী লেখঃ)

Points: Born: 23 January, 1897 in Cuttack, Orissa --- Father: Janakinath Bose, a leading lawyer of Cuttack --- Mother: Prabhabati Devi --- Education: Presidency College, Scottish Church College, ICS --- Profession/Career: No service under British --- Mayor of Kolkata --- President of National Congress --- escaped in Germany and Japan --- formed Indian National Army --- was called Netaji --- Death: Plane crash --- a mystery --- famous for bravery and love for country.
    
Title: Biography of Netaji Subhas Chandra Bose
Netaji Subhas Chandra Bose was a great patriot of India. He was born at Cuttack in Orissa on 23 January, 1897 . His father was Janakinath Bose who a leading lawyer and his mother was Prabhabati Devi. He studied at Presidency College and Scottish Church College. He also passed the ICS exam. He did not joined in any profession under British rule. He became the Mayor of Kolkata and later the President of the Indian National Congress. He escaped to Germany and Japan, where he formed the Indian National Army. He was called ‘Netaji’. It was announced that he was died in a plane crash but his death remains a mystery till now. He is remembered for ever for his bravery and patriotism.

বাংলা অর্থ:
নেতাজী সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের এক মহান দেশপ্রেমিক ছিলেন। তিনি ১৮৯৭ সালের ২৩ জানুয়ারি ওড়িশার কটকে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা জানকীনাথ বসু যিনি ছিলেন কটকের একজন বিশিষ্ট আইনজীবী এবং মাতা ছিলেন প্রভাবতী দেবী। তিনি প্রেসিডেন্সি কলেজ ও স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেন এবং আই.সি.এস. পরীক্ষায় উত্তীর্ণ হন। কিন্তু তিনি ব্রিটিশ সরকারের অধীনে চাকরি গ্রহণ করেননি। তিনি কলকাতার মেয়র ও পরে কংগ্রেসের সভাপতি হন। তিনি জার্মানি ও জাপানে পালিয়ে যান এবং সেখানে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। তাঁকে ‘নেতাজী’ নামে ডাকা হতো। তিনি বিমান দুর্ঘটনায় মারা যান বলে ঘোষণা করা হয়, তবে তাঁর মৃত্যু আজও রহস্যাবৃত। তিনি সাহস ও দেশপ্রেমের জন্য চিরস্মরণীয়।

(এখানে মনে রাখতে হবে, অন্য দেশপ্রেমিকের জীবনী লিখতে গেলে উপরের গোলাপি রঙের বাঁকা শব্দ বা শব্দগুচ্ছ পরিবর্তন করে তাদের নাম, বাবা মায়ের নাম, স্কুল-কলেজের নাম, তাদের শিক্ষাক্ষেত্র, কাজের নাম -ইত্যাদি লিখতে হবে।)  

Post a Comment

Previous Post Next Post