i ইমদাদুল ইসলাম-এর চারটি কবিতা

ইমদাদুল ইসলাম-এর চারটি কবিতা

 

ইমদাদুল ইসলাম-এর চারটি কবিতা 

(এক)

বিভ্রান্ত

মহা জঙ্গলে বলিষ্ঠ মৃগেন্দ্ররা বরাবরই রাজত্ব করে
মন্ত্রী আমলার ভূমিকায় কম বেশি শক্তপোক্ত প্রাণীরা 
তাদের রাজত্বে বাধা দেওয়ার আছেই বা কে?
ওদের রাজ্য-পাট ওরা চালাক তাতে দুঃখ নেই

কিন্তু মনে হচ্ছে হঠাৎ বনদেবতা উদ্বিগ্ন!
জঙ্গুলে মড়মড় ধ্বনিতে তিনি যেন ইঙ্গিত দেন_
তাঁর কষ্ট লাগে যখন দেখেন হাল জঙ্গল অনুশাসন
জঙ্গল রাজেরা পাল্টাচ্ছে শিকার আহরণের কৌশলরীতি
রপ্ত করতে চাচ্ছেনা কোনো ভালো প্রাতিষ্ঠানিক প্রকৌশল
বিশেষ করে রাজা আমলা পরিবারগুলোই যেন সব
তারা সমস্ত জঙ্গল মহলকে বানাতে চায় নিজের মতো করে
তৈরি করতে চায় এক অন্ধকার জঙ্গলরাজ
উঠিয়ে নিতে চায় তীক্ষ্ণ সুপ্রকৌশলের বাস্তবায়ন!
ওরা ভেবেই নিয়েছে শক্তি আর বিস্বন হুংকারই সর্বস্ব 
এমনই অনুশাসনে জব্দ রাখবে বিস্তীর্ণ জঙ্গলভূমি

দিশা হারিয়ে তিনি যেন আরও বলেন--
"জানিনা কেনই বা হল ওদের এমন মনোবাসনা!
আজ জঙ্গলের প্রজ্ঞাপারমিতাও যেন বিভ্রান্ত!
বিভ্রান্ত পঞ্চভূতে তৈরি প্রজ্ঞাবান খড়কুটোগুলি!”

(দুই)

বিভৎস চিৎকার

মনে হচ্ছে কেউ নেই!
হ্যাঁ কেউ নেই এই পৃথিবী নামক গ্রহটি জুড়ে !
আকাশে ভাসছে এক বিভৎস চিৎকার ধ্বনি 
যার রং চেহারাও যেন বেশ ভুতুড়ে
কিন্তু আমার কোনো ভয় করছে না
না কোনো ভয় করছে না
কেননা আমিও একটি বিদেহী আত্মা 
আর আমার আত্মাটিও এই চিৎকারে সামিল!

ভুতুড়ে শব্দগুলো বেশ কিছু ইঙ্গিত করে
মনে হয় অতৃপ্ত আত্মাদের প্রতিধ্বনি
তাছাড়া আত্মাগুলো বেশ লড়াকু 
ওরা চির ক্ষুধার্ত 
এবং এক ভারী সংখ্যক জনগোষ্ঠীর
হ্যাঁ তবে ওদের কন্ঠ বঞ্চিত
বঞ্চিত প্রকৃত সমতা থেকে
বিদীর্ণ দ্বেষ, লোভ আর লালসা দিয়ে !
হয়তো এই ভুতুড়ে চিত্রপটের জন্ম হঠাৎ নয়
তবে হঠাৎ হঠাৎ আসে কোনো এক দিবাস্বপ্নে!

(তিন)

প্রয়োজন একটা দমকা বাতাস


অন্তরের পোড়ার মতো কোনো জায়গা নেই
তাকে ছাই ভস্মে মিশিয়ে দিলে খুঁজে পাবেনা
সে এখন ভস্ম-সাৎ!
তাই আর পোড়াতে চাই না
নিজেকে অন্তরবিহীন দেখতে চাই
দেখতে চাই একটু স্বাধীন 
একটু আপাদমস্তক নিজের মতো করে 

অন্তরটিও যেন চাইছে অন্য কিছু
মনে মনে চাইছে ইচ্ছে মতো উড়বে
পড়বে তার দহণকারীদের চোখে মুখে !
যদিও প্রয়োজন একটা দমকা বাতাস!
তবে কখনোই ভস্ম-লোচন হতে চায় না।

(চার)

আফিম নেশায় মত্ত

এসো একটা নতুন শপথ করি
আর কখনও কারও থেকে করুণা চাইব না
এসো একটা নতুন শপথ করি
আর কখনও বিভ্রান্ত হব না
বিভ্রান্ত হব না নিজের পথ চলতে
বিভ্রান্তির আগুন সাগর সমুদ্র জ্বালাতে অক্ষম
কিন্তু নির্দ্বিধায় জ্বালাতে পারে একটি জাতিকে!
এসো শান্তি চেয়ে নয়, আদায় করি

কিন্তু এমন শপথে বাধা আসে হাজারো
কারা যেন মনকে দুর্বল করে দেয় 
দুর্বল করে দেয় মানসিকতা
শপথ নিতেও যেন কারো মুখাপেক্ষী হতে হয়!
এসো কালিমা লিপ্ত করি সেই মুখগুলো
যে মুখ গুলো আফিম নেশায় মত্ত 
ছড়ায় বিভ্রান্তি কলুষিত করে ধর্ম!
*** 

Post a Comment

Previous Post Next Post