সুসময়ের কোলে/ রণজিৎকুমার মুখোপাধ্যায়


সুসময়ের কোলে 

রণজিৎকুমার মুখোপাধ্যায়


সম্ভাব্য বলতে পরিযায়ীর আস্তানা।
কেন ব্যাগড়া দাও হাঁটুমুড়ে ,
দিবাস্বপ্ন দেখে মগজের জঞ্জাল সাফাই তো 
 অজুহাত। বৃষ্টি নাই বা নামল ,
 সূর্য তো উঠেছে পূর্বে ,একটু পরে 
জ্যোৎস্না ঢালবে রাত্রির গায়ে চাঁদ।

তাহলেই সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য 
যাকে তুমি প্রবোধ দেওয়া চন্দ্রটিপ বলো ,
আমি কিন্তু ভ্রূ কচলায় তালপাতায় সমুদ্রগুপ্তের উন্নতির বহর দেখে। 
এইসব অজানা রহস্যের সন্ধান দিয়ে গেল ওই সেই যুবতী মেয়েটি
জীবন বাজী রেখে, এখন তিলেখাজা খাও 
তেলুয়া বেটা, অন্ধকার ঘর ঠেলে দেখ,
যে আলো হারিয়েছো তার কণা মাত্র পাও কিনা;
পেলে আমি আশ্চর্য হব।
তুমি কিন্তু মানুষের ভিড় দেখে আঁতকে উঠে
যষ্টি খুঁজছো, বসন্তের কুুহুডাক যদি
ভালবাসতে তাহলে সাগরে যে মুক্ত আছে 
তার পরিচর্যা করতে সুসময়ের কোলে বসে।

Post a Comment

Previous Post Next Post