অনুরাগের পরশ
ইমদাদুল ইসলাম
ভেবনা আমায় অপ্রতুল,
প্রাণ দিয়েও করব
উসুল।
অনুরাগের পরশ ঢেলেই
দেবো যত ভুলের মাশুল।
দুষ্টুমিতে নেইকো
আমার
বিন্দু মাত্র অসৎ
আভাস,
হৃদে তোমার জানি
আবাস।
তোমায় নিয়েই বাঁধি
কুটির
করব ভেবে সুখ বসবাস।
রাধের মান ভঞ্জনে
কৃষ্ণের
ছিল যতেক জারি-জুরি,
ছিল প্রেমেরও ফুলঝুরি।
পেতে রাধের প্রেম
অনুরাগ
ছিল নাকো ছলের জুড়ি।
তবু তাদের প্রেম
ইতিহাস
রাধা হলো প্রেমের
দেবী,
কৃষ্ণও প্রেমিক প্রেম
সেবি!
এমন তর প্রেমের খেলা
খেলে-ই তারা দেব
দেবী।
Tags:
সাহিত্য-কবিতা
খুব সুন্দর কবিতা।ছন্দটার কিঞ্চিৎ দৌর্বল্য আছে মনে হচ্ছে।এটা অবশ্য ব্যক্তিগত উপলব্ধি।
ReplyDelete