মনে আছে
নিহার বিন্দু বিশ্বাস
সরলতার হাত
বাড়িয়ে -
যেদিন তোমাকে
পেলাম হাতের মুঠোয়
ঠিক সেদিনই
প্রতিজ্ঞাবদ্ধ হলাম তোমার দায়বদ্ধতায়।
কারো মানা
অমানায় ধার ধারিনি ;
সারাক্ষণ
ডুবে ছিলাম তোমার চোখের গভীরতায়!
হয়তো, চিল
শালিকের বেশে।
তোমার চুলের
ঘ্রান নিতাম মনের আবেশে
বসতাম সবুজ
ঘাসের বুকে ; প্রেম বনানীতে।
দুর্বার
ঠোঁটে চুমো খেতো তোমার ঠৌঁট
শিহরণ হতো
ক্রমাগত পশমিক অনুভূতি!
মধুর ক্ষণে
বেতের ঝোঁপে ডাহুকের ধ্বনি গান শোনাতো
সন্ধ্যার
পূর্বরাগে রূপসী এসে বলতো,
চলো হেঁটে
যাই অজানার পথে সমুদ্রের কাছাকাছি।
মনে আছে
-
মনে আছে
তোমার সেসব দিনের কথা ?
সমুদ্র্র,
কতোবার উদার বক্ষে ডেকেছে?
গর্জনধ্বনি
শুনিয়েছে প্রেমের আহ্বান?
রাতের জোছনায়
আমরা স্নান করেছি সমুদ্রের গভীরতায় ;
আর ; বলেছি
ভালোবাসি ভালোবাসি তোমায়।
শামুকি প্রেম
জাপটে ধরেছে হাজার বার।
দুজনে রাতের
পর রাত হেঁটে চলেছি ; পৃথিবীর পথে।
স্বপ্নকে
বন্ধক রেখেছি চাঁদের গহ্বরে
বিশ্বাসের
লালায় ভরে দিয়েছি উদর ;
গর্ভপাত
হয়েছে পৃথিবীর সন্তান।
তখন,ইচ্ছেডানায়
ভর করে চলেছি বছরের পর বছর।
তুমিই ছিলে
আমার জীবনমরণসঙ্গী
এখনো আছো
; আরও থাকবে জনমে জনম।
বিশ্বাসের
ভ্রুণ অটুট রবে মহাকালের খাতায়
মান অভিমানে
হতে পারে ভুল
সুধরে নিবে
আপনের সব কুল।
জগতের সব
মাঙ্গলিক আলো এসে পড়েছে ; আমাদের বুকে।
তাইতো, ফিরে পেয়েছি আজ জীবনের নক্ষত্র,
যে আলো জ্বালিয়ে
রাখবে তোমাতে আমায় ; নক্ষত্র পাড়ায়।
শাদাবক বিলাবে
সুখ ভুবন মেলায়।