নামাজ
আজিজুল হাকিম
একদল
তাবলীগের লোক এসে আমাকে কথায় কথায় বললেন, “নামাজ এমন একটি বিধান যা পালন করলে কোন রকম
কুকর্ম, কুচিন্তা আপনাকে স্পর্শ করতে পারবে না।”
এমন
সময় মৌলবী ইয়াসির মসজিদ থেকে নামাজ পড়ে আমাদের সামনে দিয়ে যাচ্ছিল। আমি ওর দিকে আঙ্গুল
তুলে দেখিয়ে তাবলীগের লোককে বললাম, “এই যে মৌলবীকে দেখছেন, এও আপনাদেরই দলের লোক। ছোট
বেলা থেকেই ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। তাহলে কেন আপন স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মেয়ে
আর অন্যের স্ত্রীর দিকে ফ্যালফ্যাল করে তাকায়? কেন পরের স্ত্রীর সঙ্গে ফষ্টিনষ্টি করে?”
ওরা
বিব্রত হয়ে পরস্পরের মুখের দিকে তাকিয়ে থাকল।