শরৎ কন্যা হেমন্ত
নিলুফার জাহান
শিশির ভেজা পথের বাঁকে
ঝরে শিউলি ফুল
শরৎ কন্যা হেমন্ত
তাই
পরছে কানে দুল।
ধানের ক্ষেতে কৃষক
মেতে
কাটে সোনার ধান
বাংলার ঘরে পড়ল
দেখ
হেমন্তের-ই বান।
ধান কাটা যে কষ্ট
অনেক
তবু হাসে প্রাণ
কৃষাণ বধূর মনে খুশি
গাইছে সুখের গান।
শিশির মাখা ধূসর
ভোরে
ঢলে পড়ে সুখ
সবার মাঝে খুশির
আমেজ
হাসি মাখা মুখ।
নবান্ন উৎসব যে আজি
সকল বাড়ি ঘর
নতুন চালের পিঠা নিয়ে
ব্যস্ত আপন পর।
Tags:
হৈমন্তিক সংখ্যা - কবিতা