ছোটো গল্প
মা হওয়া কি এতই সোজা ?
মনিরা মাসিদ
ছেলেটি আর মেয়েটি দুজন দুজনকে ভালোবাসেছিল,
চোখে চোখ রেখে, হৃদয়ের গভীর পর্যন্ত দেখে ছিল । কিন্তু শুধু ভালোবাসা ছাড়া তারা দুজনে
সেখানে আর কিছুই দেখতে পাইনি ।
কিন্তু সমাজ দেখেছিল । তাই বিচার হল । তিন দিন পর অপঘাতে মৃত্যু হলো মেয়েটির, ভিড়ে
গুঞ্জন শোনা গেল গরিবের মেয়ে বেশি লেখাপড়া শিখলে এই পরিনতিই হয় । অপঘাতে মৃত্যু
তাই নদীর চরে কবর দেয়া হল ।
পরের দিন সকালে উঠে গ্রামের লোকজন দেখল,
মেয়েটির কবরের পাশে একটা মৃতদেহ পড়ে আছে । সে আর কেউ নয়, সেই ছেলেটি যে ঐ কবরের
ভিতরের মেয়েটিকে ভালোবেসেছিল । ছেলেটির হাতে একটা টুকরো কাগজ পাওয়া গেল তাতে লেখা
।" আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি রাজ্জি কে ছাড়া বাঁচব না । তাই রাজ্জির
কাছে চলে গেলাম " । ( মেয়েটির নাম " রাজ্জি " । ছেলেটির নাম
" প্রতাপ " ) । যখন নদীর ধারে এই সব হচ্ছে ঠিক সেই সময় প্রতাপের মায়ের
হাতেও, প্রতাপের লেখা একটা চিঠি তার মায়ের জন্য __
মা,
কাল রাজ্জিকে যখন কবর
দেওয়া হচ্ছে, তখন আমার খুব, খুব, খুব কষ্ট হচ্ছিল, আমার তখন মনে হচ্ছিল কোথায় গেলে
আমার কষ্ট কমবে, তখন আমার তোমার কথা মনে পড়ে ছিল, আমার মনে হয়েছিল আমার মনের ব্যাথা
একজনই বুঝতে ও কমাতে পারে সে হচ্ছে একমাত্র তুমি। " মা " তাই আমি তোমার কাছে,
আমার মনের এই অসহ্য কষ্ট আর ব্যাথা
নিয়ে একটু শান্তির জন্য ছুটে এসে ছিলাম । কিন্তু বাড়িতে ঢুকেই দরজার বাইরে থেকেই
তোমার ঐ অট্টহাসি আর নিষ্ঠুর হিসহিসে গলায় বাবাকে বলছিলে, “এই হচ্ছে টাকার ক্ষমতা,
দেখ ছোটলোকের মেয়ে, তুই আজ কবরের তলায় । আমার ছেলেকে আমার কাছে থেকে ছিনিয়ে নিবি
? আজ আমার ছেলে ঠিক আমার কাছে ফিরে আসবে । আমার ভালোবাসা আমার কাছে ঠিক আমার ছেলেকে
ফিরিয়ে আনবে” । মা, আমি পর্দার ফাকা দিয়ে
তোমার চোখে রাজ্জির কাছে জিতে যাওয়ার অহঙ্কার দেখেছিলাম । মা তুমি রাজ্জির ভালোবাসার থেকে আমাকে
জিততে চেয়েছিলে কেন ? কেন ? কেন ? ??? তোমার কি প্রয়োজন ছিল জেতার মা ??? আমি
তো তোমার ই অংশ, তোমারই সত্তা । তবুও তুমি কেন বুঝলে না যে রাজ্জিকে আমি ভালোবাসি
রাজ্জি ভালো না থাকলে, আমি ভালো থাকবো না । মা আমি রাজ্জিকে তোমার ঘরের বৌ করে
আনতে চেয়েছিলাম । আমার বিশ্বাস ছিল তুমি অনন্ত আমার ভালোবাসাকে আপন করে নেবে ।
আমি জানতাম যে সব মায়েরা এটা বিশ্বাস করে যে বৌমাকে ভালো রাখলে, আমার ছেলে ভালো থাকবে
। মা, তবে যে আমি শুনেছিলাম মা-ই একমাত্র বোঝে সন্তানের মনের ব্যাথা । তাহলে
কি প্রবাদের কথাই ঠিক ____
পেটে ধরলেই হয়
না “মাতা”।
যে না বোঝে সন্তানের
মনের “ব্যাথা” ।
আমি আজ বুঝে গেলাম আমার মনের কষ্ট, ব্যাথা,
আমি কিসে ভালো থাকবো, তুমি সেটাই অনুভব করলে না যখন । তাই তুমি আমাকে ভালবাসো এই অধিকার,
এই দাবির কথা আমি
আর কোনো দিনই বিশ্বাস করতে পারবোনা “মা” আর সেটা আমার কাছে খুবই যন্ত্রণা দায়ক।
আর আমার রাজ্জিকে তোমরা !-- - - - - তাই আমি
আমার রাজ্জির ভালোবাসাকে
জিতিয়ে দিতে আমি আমার রাজ্জির কাছে চলে
গেলাম ।
তুমি দেখে নিও আজ
থেকে যুগ , যুগ ধরে “প্রতাপ আর রাজ্জির” প্রেমের কাহিনী অমর হয়ে থাকবে । আমি যে তোমার
ছেলে এই কথাটাই হয়তো একদিন লোকে ভুলে যাবে।
এটাই হয়তো তোমার শাস্তি” ।
______________________