জীবনের বাঁকে

 জীবনের বাঁকে

নীলিমা নিশা


জীবনের আঁকা বাঁকা পথে 

পরন্ত বিকেলে 

পদ্ম দিঘির পাড়ে-

যদি দেখা হয় তোমার সাথে -

 

তুমি চিনবে কি আমাকে 

না কি চলে যাবে না দেখার ছলে ।

 

যদি  কখনোও দেখা হয় তোমার সাথে-

কোন বনবীথিকায় 

অথবা বোটানিক্যাল 

গার্ডেনের সরু পথে 

আথবা চারুকলার বকুল তলায়।

 

বলব তোমায় 

ক্ষত বিক্ষত হয়েও  হৃদয় এখনও

তোমার কথা বলে।

 

দেখা হয় কখনও যদি হঠাৎ করে

তোমার সাথে -

চৈত্রের কোন দোল পুর্ণিমায় 

অথবা বৈশাখী মেলায়।

 

শুধু একটি কথাই বলব-

ভালোবেসেছি বলে

তোমার দেওয়া কলঙ্কের হারকে

গলে পরেছি অলংকৃত করে

 

জীবনের আঁকাবাঁকা পথে 

যদি কখনো দেখা হয়

তোমার সাথে ।

 

কক্সবাজার অথবা- 

সেন্টমার্টিন কোন দ্বীপে

 

মনের গহীনের বিষাদময় 

অনুভুতি টুকু শুধু 

তোমাকে জানাবো 

 

সীমাহীন নিঃশব্দ আকাশের

নিচে অমানিশার কাজল 

রাত্রে বসে এখনো

তোমায় নিয়ে ভাবি।

 

যদি কখনো দেখা হয় তোমার সাথে -

নুহাশপল্লী অথবা 

সাফারি পার্কের মোড়ে।

 

বলব আমি তোমায়

তোমার দেখানো মিথ্যে স্বপ্নগুলো

আজও বিষের বাঁশির মতো 

বেজে উঠে হৃদয়ের গভীরে ।

 

দেখা হয় যদি কখনো জীবনের বাঁকে

সকল বাঁধাকে উপেক্ষা করে-

আমার হৃদয় নিংড়ানো 

ভালোবাসা গুলো তোমার 

হাতে তুলে দিয়ে 

তোমাকে জিজ্ঞেস করবো ? 

 

আমার বুকের আকাশের 

ফুটন্ত ফুলগুলিকে 

ছিড়ে ফেলে দিয়ে 

কেমন আছো তুমি ?

 


Post a Comment

Previous Post Next Post