JODI DEKHA PAI EKBAR

যদি দেখা পাই একবার

          আজিজুল হাকিম

 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

এখনো সেই অট্টালিকা আছে বিরহের কঙ্কালে স্থবির

সময়ের তীক্ষ্ণ ছেনির অজস্র আঘাতে ধ্বসে পড়েছে কার্নিশ

এখনও সকাল হয় সেই নিঃসঙ্গ ছাদের উপর

হেম রঙের অরুণিমা লুটিয়ে পড়ে সুবিস্তৃত ছাদে

হয়তো খুঁজে ফিরে আমাদের পদচিহ্ন নিষ্ফল নিরানন্দে,  

অপার নিরব বেদনায় ।

কতদিন পড়েনি কো পায়ের চিহ্ন তোমার আমার !

ধুলোর ধূসর আস্তরণে ঢাকা পড়ে গেছে আমাদের প্রেম বিলাসী হৃদয়

অনন্ত রঙের ফল্গুধারার মত তোমার হাসির লহরি

খেলে ছিল, উদ্বেলিত করেছিল, ঢেউ তুলেছিল

নীল নীল হৃদয় সাগরে আমার

তোমার নয়ন যুগলে হরিণীর অধীর চঞ্চলতা

তোমার চুলে ঝিলিক মারছিল ভোরের অরুণ আভা   

তোমার যৌবন বনে জেগেছিল গোলাপি শিহরণ

প্রাসাদের পিছুনের বিশাল পুকুরের জলে

আনমনে খেলছিল খেজুরের ছায়া

ছাদের অন্য পারে দুটি পায়রার বকম বকম

সুদক্ষ ভাস্করের মত খোদায় করে রেখেছি হৃদয়ের গভীরে আমার

সেই শেষ কথা, শেষ দেখা তোমার আমার !

 

তারপর আমাকে একাকীত্বের নির্মম অন্ধকারে ফেলে রেখে

তুমি চলে গেছ কবরের বিষণ্ণ অন্ধকারে;   

যেখানে পৃথিবীর কোন আলো পৌঁছাবেনা কোন কালে ।   

জীবনের সব লেনদেন ঝেড়ে ফেলে, সব শব্দের পরপারে

মাটির মায়ার কোলে হয়ে গেছ লীন ।

আর হায় ! আমি একা বিষণ্ণ চাঁদের মতো খুঁজে যাব তোমায়

পৃথিবীর বুক থেকে বুকে;  

যদি দেখা পাই একবার তোমার মুখ অমলিন ।

 

                   রচনাঃ ০৭-০৮/০৪/২০২০


Post a Comment

Previous Post Next Post