Democracy / গণতন্ত্র

গণতন্ত্র
                                  আজিজুল হাকিম

গণতন্ত্র, আজ ছেনাল মাগীর মতই তোমার বাসন্তিক বারুদের আগুনে আমাকে ঝলসে দিচ্ছ বরাবর । আমার অধিকার, আমার স্বাধীনতা মাকাল ফলের অরুচিকর রুচিতে টগবগ । আমার পেটের নাড়ি নক্ষত্রে বমি উদ্গিরনের বৈঠক বসে হরদম । তোমার উচ্ছিষ্ট দেহের বেলেল্লাপনায় জ্যোৎস্নায় গা ভাসিয়ে চাঁদ ছুঁতে চাই আর তখনই এক সুগভীর চুম্বনের বদলে কেড়ে নাও আমার সক্ষমতা, আমার খাদ্য, আমার অর্থ, আমার বেঁচে থাকার সর্বস্ব রসদ । কলুর বলদের মতই টেনে যাচ্ছি জোচ্চোরদের দেনার বোঝা । তোমার সিস্টেমিক ব্যভিচারিতায় পঞ্চায়েত থেকে পার্লামেন্টের হায়েনাগুলো আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। পরিবর্তে একটুকরো রুটির নেশায় ল্যাজ নাড়িয়ে বলছি, “এই বেশ ভাল আছি”।  
গণতন্ত্র, তোমার ভোট নামক চুম্বনের নেশায় বুঁদ হয়ে আছি আর তোমার গর্ভে জন্ম দিচ্ছি অবৈধ রাষ্ট্রীয় সন্ত্রাস ।       

            রচনাঃ ১৬/০৭/২০২০
            রাত ১১টা ৩০মিনিট 

Post a Comment

Previous Post Next Post