বাংলা কবিতা - আমি কে


আমি কে
---- আজিজুল হাকিম

আমি কে , জানি কি আমি ছাই !
আমার দেহে, আমার মনে আমাকেই খুঁজে বেড়াই
সবার মুখে, সবার মনে আমারে পেতে চাই
তবুও পাইনা আমায় কোথাও; সবারে আমি পাই ।
পথে পথে আমায় খুঁজি পথকে আমি বলি
পথ বলে, "ভাই, তুমি কোথায়, সে কি আমি জানি ?
আঁকাবাঁকা চলি আমি খুঁজি কোথায় রেশ
আমার চলার সন্ধানেতেই হলাম আমি শেষ ।
নদীকে শুধাই, " তুমি কোথায় দেখেছ আমায় কি ?"
নদী বলে, খুঁজতে আমায় সাগরে মিশেছি
কোথা হতে এলাম আমি, যাব কোথা চলে
এসব ভাবনায় চলছি আমি ঢেওয়ের তালেতালে ।"
আকাশকে শুধাই, "ওরে -- ও ভাই, আমায় দেখেছ কি ?"
আকাশ বলে, " গুনতে তারা আমায় ভুলে গেছি
দুষ্টু ছেলের মতো ওরা কেবল ছুটে বেড়ায়
রাখতে খেয়াল তাদের দিকে ভুলে গেছি আমায় ।"
পায়রা করে বকম বকম আমার ঘরের চালে
সেও বলে, "ওসব কথা পড়ে নাকো মনে
সংসারেরই ঝামেলা নিয়ে আছি আমি পড়ে
ভাবিনা তো ওসব কথা -- বেড়াই চরেচরে ।"
পথের ধারে গাছ দাঁড়িয়ে উঁচিয়ে উঁচু মাথা
সে বলে, " অবশেষে এত ছোট কথা !
তোমার দেহে হাড় - মাংস রক্ত অঝোর ধারা
আসল কথা তা তো নয় -- মাটি কাদায় ভরা
তারই মাঝে অচিন পাখি -- যেন কচুর পাতায় জল
সেই তো তুমি তোমার জীবন নিত্য চলাচল ।"

1 Comments

Previous Post Next Post