Sraban Belar Dak / শ্রাবণ বেলার ডাক


শ্রাবণ বেলার ডাক
                 - আজিজুল হাকিম
**********************
 শহরের রাজপথে মানায় না জানি
শ্রাবণী, চলে আয় এই শ্রাবণ বেলায়;
যেখানে অম্লানী নদী শুয়ে আছে
বুক দিয়ে বয়ে গেছে অতি হালকা সবুজ জল
দুপাড়ের সবুজকে ছুঁয়ে ছুঁয়ে ।
সেই অম্লানীর তীরে
নিকুঞ্জে বসে কান পেতে আছি -
এই শ্রাবণ ধারায় সিক্ত বসনে
হাঁটুতক শাড়ী তুলে
ছপাছপ শব্দে জল ছিটিয়ে
তুই কি আসছিস ?

Post a Comment

Previous Post Next Post