Add caption |
ঝড় আসুক
-
আজিজুল হাকিম
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ঝড় আসুক,
আরো একবার ঝড় চাই ।
গভীর বনানীর উপর দিয়ে
বিধ্বংসী একটা ঝড়
বজ্র বিদ্যুতের শানিত
চমকে ঝলসে উঠুক,
কড়কড় অট্টহাসিতে ঝরে
পড়ুক আগুনের লকলকে ঝলক ।
পুড়ে যাক, ছারখার হয়ে
যাক,
লয় হোক প্রলয়ের তাণ্ডব
লীলায়
যতসব শয়তান আর দানবের
দেবালয় ।
রাজসভার বেশ্যালয়ে মানব
খেকো ক্ষুধার্ত হায়েনার দল
স্বাধীন পতাকাকে ছিন্নভিন্ন
করছে ।
ওই অনতিদূর সাগরের বুকে
শুনতে পাচ্ছি ভয়ঙ্কর গর্জন ;
ঈশান কোণে সাজছে কালিমা
লিপ্ত মেঘ ।
ঝড়ের পাগলী রাণী বাজাচ্ছে
ঝড়ের বীণা
কেবল হেসে উঠে ক্ষুধাতুর
মানুষের দল ।
আরো একবার ঝড় আসুক ,
আসুক আরো অতি ভয়ঙ্কর
মরু-ঝড় ।
ওরা দেখুক ঝড়ের যাদুকরি
বাজিমাৎ
রাজ প্রাসাদের ক্ষুধার্ত নেকড়ে কুত্তাগুলোর উপর হানুক বজ্রাঘাত
।
রচনা – ১৩/১২/২০১৯, রাত ১টা