The Distance


দূরত্ব
-      আজিজুল হাকিম
      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

আজ তুমি আর আমি মুখোমুখি
তবুও আমাদের দূরত্বটা দুই জগত ব্যবধান

আজ তোমার আকাশের চাঁদ, তারা, সূর্য
আর ছায়াপথের বিস্তৃতি সবই আমার অগোচর
তোমার খামখেয়ালী ঘূর্ণিঝড়, আর প্রশান্তির বাতাস
কিছুই আমার পাড়ে এসে পৌঁছায় না
তোমার মেঘপুঞ্জ ভিন আকাশে গুড়গুড় করে
বৃষ্টি নামে অন্য বুকে, দারুণ উল্লাসে  
তোমার পৃথিবীর লভনীয় ঐশ্বর্যে 
আমার হৃদয়কে আর উজ্জীবিত হয় না ।

অথচ এক কালে তোমার চাঁদের জ্যোৎস্নাধারায়
আমি সারা রাত ভিজেছি
ভিজতে ভিজতে আর তোমার তারার লুকোচুরি দেখতে দেখতে
আমি কখন হারিয়ে গেছিলাম তোমার বুকে – নির্ভাবনায়
তোমার সূর্যের আলোতে আমি উদ্ভাসিত হতে চেয়েছিলাম
তমার ছায়াপথে আমার টগবগে পাগলা ঘোড়া
ছুটে গেছে তোমার দিগন্তের ক্যানভাসে
পিছুনে ঢেকেছিল আমার আকাশ কলঙ্কের ধুলো-ঝড়ে ।
তোমার ঝড়-বাতাসের পরশে আমি উদ্বেলিত হয়েছি,
আবিষ্ট হয়েছি তোমাকে আরো গভীরে পাওয়ার নেশায়
তোমার সাদা-কালো মেঘগুলি
যখন আমার আকাশে এসে অযাচিত আনন্দ ধারায়
আমার তৃষ্ণার্ত বুকখানি ভাসিয়ে দিতো
তখন শীতলতার আবেশে বিভোর হয়ে পড়ত দেহ আমার
তোমার চাতুর্যপূর্ণ মায়াবী, যাদুমাখা, ঐশ্বর্যময়ী
পৃথিবীর মধ্যাকর্ষণে চাঁদের মতই ঘুরপাক খেয়েছি
ক্ষীণ হয়েছি, হারিয়ে গেছি আবার এসেছি তোমার টানে 

আজও আমরা মুখোমুখি; তবু আমি এক কক্ষচ্যুত নক্ষত্র
এক বিরাট কৃষ্ণগহ্বর আমাদের দূরত্ব বাড়াচ্ছে অহর্নিশ ।           

Post a Comment

Previous Post Next Post