দেশান্তরী


দেশান্তরী
-      আজিজুল হাকিম
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

আমার দাদু ভালোবেসে আমার নাম রেখেছিল বসন্ত ,
মা রেখেছিলেন সমীরণ ,
স্কুলের খাতায় বাবা লিখিয়ে ছিলেন অলিভ ।   
বাবার নামটাও ওইরকম -
কোথায় লেখা আছে জীবন ,  
কোথায়ও বা বিপ্লব ;
আমার কাগজে বাবার নাম আকাশ ।

আমি জানি আমার চৌদ্দপুরুষের বাস এখানে,
এই দেশে, এই গ্রামে ;  
তবুও আমি আজ দেশান্তরী !
আমার চারিপাশে অন্ধকার ঘনিয়ে আসছে ।
দিশাহীন পথিকের মত ছুটছি ,   
বাস্তুহারা পাগলের মত ছুটছি
কেবল ভিটের টানে ।
শুয়োরের মত ঘুঁতঘুঁত করে
ঘরের কোনে কোনে খুঁজছি নাড়ীর যোগসূত্র ।

                               রচনা – ২১/৯/২০১৯

Post a Comment

Previous Post Next Post