চামচা
ওয়াজেদ
বাঙালি
ঘন পায়ে যাচ্ছ কোনে
মাতাল?
খাজানগর দিচ্ছ নাকি
চাতাল?
বসের কাছে বসব তাই
ছুটি,
কয় হারামি সকল বিকাল
জুটি।
গোপন খাতে আছে কিছু
টাকা,
শকূন খাবে ,আমরা
কেবল কা কা।
লেখাপড়া জানিস কিছু
ধ্যাড়স,
তোরাই বুঝি জাফর
রাঙা জারজ।
নিজের মনকে প্রশ্ন
একটা জিগেক,
কত নিচে নামছে নিজের
বিবেক!
চাটু চিটার চামচাগিরি
বাদ,
সুষম সুখ দেখার ভারি
সাধ।
Tags:
হৈমন্তিক সংখ্যা - কবিতা