ব্যাঙে মুতে পায়ে
আব্দুল অদুদ চৌধুরী
(সৌদি আরব মক্কাহ)
উচিত কথার ভাত নাই
ছাগলে কথা বলে
বেরে ধান খাইলোরে
এখনকার যুগে।
কমিনদে আর কমজাতে
মিলে
এক হলো যে নর্তকী
নাচে মাথার উপরে
উঠে
এই যুগে চোখে দেখে
ও
বোবা হলাম যে।
অসভ্য অযোগ্য খারাপ
মানুষ
দিয়ে সমাজ এখন চলে
তাহাদের কাছ থেকে
এখন কার যুগে কি
শিখবে।
যতোই ধরনের খারাপ
কাজ
এখন সব বৈধ হয়ে গেছে
ভালা কাজ অবৈধ হয়ে
ব্যাঙে মুতেপায়ে
যে দিয়েছে।
Tags:
হৈমন্তিক সংখ্যা - কবিতা