আজ তুমি কার
- আজিজুল হাকিম
~~~~~~~~~~~~~~~
মহারাজ, আজ তুমি কার ?
মানুষের ? না পশুর ?
কেন তুমি নির্বাক ?
তুমি কি আছ ? না নাও ?
তুমি কেন এত অসহায় ?
উন্মত্ত
রক্ত পিপাসু হায়েনার চোখ
দূর্বল মানুষের ওপর
তুমি দেখেও দেখছনা -
এ কোন রাজ ধর্ম তোমার ?
তোমার শপথ নামায় কি এরকম ছিল ?
না ভুলে গেছ সে সব বাক্য ?
সকলের
জীবন রক্ষা ,
সকলের সম্পদের সুরক্ষা্,
সকলের আচার ব্যবহা্র,
সকলের চাওয়া পাওয়া -
যা তোমার দায়িত্বে ছিল ।
একটা
অন্ধ ধর্মীয় আবেগে
হিংস্র ধর্মীয় উন্মাদনায়
তোমার রাজ্যে একি অনাচার ?
কই তুমি, কোথায় তোমার রাজ দন্ড ?
হারিয়ে গেছে কি কোথাও ?
যদি স্বর্গ
রাজ্য বানাতে চাও -
তবে উপড়ে ফেলে দাও সেই সব হায়েনার চোখ
যারা অন্যের রক্ত পান করতে চায় ,
মুছে ফেলতে চায় অন্যের অস্তিত্ব ।
Tags:
আমার জগত - কবিতা