i KOTHA KOU / কথা কও

KOTHA KOU / কথা কও

 

কথা কও

-- আজিজুল হাকিম

`````````````````````

কথা কও, কথা কও, কথা কও হে রানী

তোমার কূলে ভিড়িয়াছে আমার তরণীখানি ।

 

দেখিনি তোমায় কোন জনমে

হয়নি তো কথা ভীষণ শরমে

তবূ লেখেছি হাজারো কবিতা

মনে এঁকেছি তোমার ছবিটা

টাঙিয়ে রেখেছি শত যতনে

আমার হৃদয়ের গভীর গহনে

পাল তুলেছি ভাসিয়ে দিয়েছি আমার নৌকাখানি ।

 

বাতাসের ভেলা ভর্তি করে

পাঠিয়েছি চিঠি তোমার তরে

আমারও খবর নিয়েছ তুমি

ভাল আছি কি নেই গো আমি

তবু হয়নি দেখা তোমার আমার

মধ্যে ছিল এক মস্ত মাঝাড়

তাই বেরিয়ে পড়েছি দেখতে তোমার চাঁদমুখখানি ।

 

সুদূরের পানে দিলাম পাড়ি

সাজিয়ে আমার নৌকাখানি

পথের মাঝে দিক হারা ঝড়

শত বাধা ডিঙানোর পর

ভিড়েছে আমার সাধের তরি

সম্মুখে তোমার দালান বাড়ি

আমার পানে মেলে ধরো তুমি আনত বদনখানি ।

Post a Comment

Previous Post Next Post