অভাগীর ঈদ
আজিজুল হাকিম
~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমাদের ঈদ আসবে কবে,
মা ?
ঈদের খুশিতে মেতে আছে
সারা শহর, গাঁ ।
ওই যে, ওই বাড়িতে কত
আলোর মেলা;
সকাল হলেই নতুন সাজে
শুরু হবে খেলা।
কোলাকুলি করবে ওরা ওদের
সাথীর সাথে,
নানান খাবার খাবে ওরা
বন্ধুদেরই হাতে।
আমার যে প্যান্টা
ছেঁড়া, জামায় ফুটো কত!
তোমারও তো নেই গো শাড়ি
ঈদে পরার মতো।
সবার যখন যাবার পালা
ঈদগাহেরই দিকে -
আমার তখন খিদের জ্বালা
- আনন্দ হয় ফিকে।
তোমায় আমায় যেতে হবে
আবর্জনার পানে -
কাগজ, ক্যারি কুড়িয়ে
নেবো কাকের গানে গানে।
সন্ধ্যবেলায় দু’মুঠো
ভাত তোমার, আমার মুখে -
ঈদের যত খুশিরা সব আসবে
দারুণ সুখে!